You are viewing a single comment's thread from:

RE: এবিবি-ফান প্রশ্ন- ৪০ || কাঁঠালের আমসত্ত্ব কিভাবে তৈরি করা যাবে?

প্রথমে হালকা প্রেমে ছ্যাকা খেয়ে নিতে হবে, তাতে করে আপনি কিছুটা পাগল হয়ে যাবেন। তারপর আম কাঁঠালের অংক করতে বসতে হবে।

যেহেতু,
আম=গ্রীষ্মকালের ফল।
কাঁঠাল=গ্রীষ্মকালের ফল।

আমরা জানি, ডান পক্ষ মিলে গেলে অটোমেটিকলি বামপক্ষও মিলে যায়।
সুতরাং,

আম= কাঁঠাল (প্রমাণিত)

এইবার আম দিয়ে আমসত্ত্ব বানিয়ে সেটা কাঁঠালের আমসত্ব বলে চালিয়ে দিন, কোন সমস্যা নেই।

Sort:  
 2 years ago 

আপনি তো দেখছি গণিতে পাকা অনেক ভালো প্রমাণ করেছেন 😁😁

এক সময় গণিতের জাহাজ ছিলাম আমি। এখন প্র্যাকটিসের অভাবে কাগজের নৌকা হয়ে গেছি। তাও হালকা পাতলা চেষ্টা করলাম আর কি। হে হে হে...

 2 years ago 

বাহ যুক্তি এবং গণিতবিদ্যা দিয়ে আপনি বেশ অংক মিলিয়ে ফেলেছেন।

খিক.. খিক.. খিক.... অনেক সহজ ছিল অঙ্ক টা ভাই।