You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৪৭

অবিশ্বাসের তীব্র আঘাতে জর্জরিত
হৃদয়ে বাড়ছে শুধু দ্বন্ধ
ভালোবাসার আকাংখার চঞ্চলতা উগ্র
হৃদয়ে লুকাচ্ছে অনুভূতির শব্দ।

তবুও স্বপ্ন নিয়েই তাকিয়ে আছি
আকাশের দিকে।
কখন চাঁদের দেখা মিলবে ঐ দূর আকাশে
আর মেঘগুলো সব ঝরে পড়ে
ভিজিয়ে যাবে আমার এই শুকনো হৃদয়টাকে।