You are viewing a single comment's thread from:

RE: এবিবি-ফান প্রশ্ন - ১৫৩ || লাল রং দেখলে ষাঁড় কেন ক্ষেপে যায়?

‘কেউ কথা রাখেনি’ কবিতায় সুনীল গঙ্গোপাধ্যায় ভালোবাসার মানুষের জন্য কী কী করেছেন, তা বলতে গিয়ে ষাঁড়ের চোখে লাল কাপড় বাঁধার প্রসঙ্গ টেনেছিলেন। কাঙ্ক্ষিত নারীর কাছে নিজের বীরত্ব জাহির করতে সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, ‘ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়. তবে এটা তো গেলো সাহিত্যের কথা। আমিও আসলে তোমার কথার সাথে একমত স্বাগতা দি। আমার মনে হয় ষাঁড়ের বউ ষাঁড়কে লাল রঙের শাড়ি পড়ে কাঁচা কঞ্চি দিয়ে পিটিয়েছিল এবং তার পর পরই ষাঁড় এর বউ দুঃখে আত্মহত্যা করে।তবে ষাঁড় এর তো বউয়ের হাতের পিটানি খাওয়ার রাগ তখনও কমেনি, কিন্তু মৃত বউকে পিটিয়ে তো মনের রাগ মিটবে না। তাই লাল রঙের কাপড় বা লাল রঙের কোন কিছু দেখলেই সেই দিকে ষাঁড় তেড়ে যায় নিজের বউ মনে করে প্রতিশোধ নেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 66858.35
ETH 3088.97
USDT 1.00
SBD 3.72