You are viewing a single comment's thread from:

RE: অন্ধকার কাটুক আলো আসুক।।২৯ এপ্রিল ২০২২।।

দাদা আপনাদের কষ্ট আমি কিছুটা হলেও বুঝতে পারি। কারণ আমি একাধিকবার এই ধরনের পরিস্থিতির ভেতর দিয়ে গিয়েছি। কাছের মানুষ যখন বিপদগ্রস্ত থাকে তখন পৃথিবীর কোনো কিছুই মানুষের কাছে ভালো লাগে না। অবশ্য সেই সময়টাতে কে আপন কে পর সেটা সবচাইতে ভালো বোঝা যায়। তবে আপনার পোষ্ট থেকে একটা জিনিস পড়ে আমি অবাক হলাম। আমাদের দেশের শতকরা ৯০ ভাগ মানুষ চিকিৎসকদের নিয়ে অভিযোগ করে। এখন দেখছি আপনাদের ওখানেও সে সমস্যা কিছুটা রয়েছে। এমন হলে আমরা যাবো কোথায়? কারণ শারীরিক সমস্যা হলে আমাদের প্রথমে ডাক্তারের কাছে যেতে হয়। তারা যদি কর্তব্যে অবহেলা করে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? তবে আপনাকে সৌভাগ্যবান বলতে হবে যে স্বাগতা দিদির মত একজন চমৎকার মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে যাচ্ছেন। যে কোনো দিন আপনার ভাইকে না দেখেও আপনাদের বেদনায় সমানভাবে ব্যথিত হয়েছে। এমন সমব্যথী কোথায় পাওয়া যায়? সবশেষে আপনাদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।