You are viewing a single comment's thread from:
RE: কবিতা "ভালোবাসো আমায় তুমি একটুখানি"
জানি দু'জনকে ভালোবাসা বড্ডই কঠিন কাজ,
তবুও, পারবে না তুমি আমার জন্য ?
ভালোবাসো গো বন্ধু আমায় একটুখানি,
সারা জীবনে তোমার প্রেমে করবো বাস;
নিশিদিন যাপিত হবে তোমার প্রেমের মোহে ।
একজন মানুষ একাধিক মানুষকে ভালবাসতে পারবে না এটা কে ঠিক করে দিয়েছে? কবি-সাহিত্যিকদের ঠিক করে দেয়া এ নিয়ম আমি মানতে নারাজ। ভালোবাসার যে সংজ্ঞা কবি সাহিত্যিকেরা যুগে যুগে দিয়েছেন সেটা আসলে ও কত খানি বাস্তব আমার এটা নিয়ে সংশয় রয়েছে। শুধু সামাজিকতার ভয়ে মানুষ এ কথা বলতে ভয় পায় যে সে একের অধিক মানুষকে ভালোবাসে। যদিও ত্রিভুজ প্রেমের জটিল বিষয়গুলো আমি খুব একটা ভালো বুঝিনা। কিন্তু কবির মনের আকুতি আমি ঠিকই টের পাচ্ছি।
হাসতে হাসতে আমি শেষ । এটা আমার জীবনের সাথে কোনওভাবেই সম্পর্কিত নয় । তবে, কবিতার বিষয়বস্তু আপনি একেবারে হৃদয় দিয়েই উপলব্ধি করতে পেরেছেন । আপনার কমেন্টই তার প্রমাণ । এবং, চুপি চুপি বলি আপনার কথার সাথেও আমি ভীষণভাবে একমত ।