জেনারেল রাইটিং - আমাদের ভয়ংকর ভবিষ্যৎ প্রজন্ম।
আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করব। যার মূল বিষয়বস্তু হচ্ছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভয়াবহতা নিয়ে।

বর্তমান সময়ের দেশের ভবিষ্যৎ প্রজন্ম যাদেরকে আমরা ভাবে অর্থাৎ সেই কিশোর এবং বালকরা ভয়ানক অপরাধের সাথে জড়িত। যেগুলোকে আমরা বলি কিশোর গ্যাং। বর্তমানে দেশে বড় বড় অর্থাৎ শীর্ষ সন্ত্রাসী না থাকলেও, উল্লেখযোগ্য সংখ্যক কিশোর গ্যাং রয়েছে। এই কিশোররা অল্প বয়সেই নেশার সাথে জড়িয়ে গেছে। এমনকি তারা নানা রকমের অপরাধের সাথেও যুক্ত। দেশের অনেক স্থানে তো তারা খুনের মতো ঘটনায় জড়িয়ে পড়েছে। ভাবতেই গা শিউরে উঠছে যেন এক ভয়ঙ্কর ভবিষ্যৎ প্রজন্ম পেতে যাচ্ছি আমরা।
এই বিষয়ে একক ভাবে কাউকে দোষ দেওয়া যাবে না। অর্থাৎ দোষ যে কিশোরদের সেটা বলা যাবেনা। যদিও মুখ্য ভূমিকাটা তারাই পালন করছে, কিন্তু পরোক্ষ ভাবে সরাসরি অনেকেই এই ঘটনার সাথে সংযুক্ত।
একটা সময় ছিল যখন আমাদেরকে আমাদের বাবা-মায়ের পাশাপাশি শিক্ষকরা এবং আমাদের পাড়া-প্রতিবেশী গুরুজনরা শাসন করার অধিকার রাখতেন। তাছাড়া বয়সে আমাদের চেয়ে বড় যারা ছিলেন তারাও আমাদেরকে শাসন করতেন। কখনও কালে ভদ্রে প্রয়োজন হলে তারা আমাদের গায়েও হাত দিতেন। আমরা বাবা-মায়ের কাছে ভয়ে বলতাম না। কারণ ভয় হত বাবা মা শুনে তারাও আমাদেরকে মারতে পারে। কিন্তু বর্তমানের অবস্থাটা চিন্তা করুন তো। গায়ে হাত দেওয়া দূরে থাক, শাসনের সময় ধমক দিলেও বাবা মা'রা একটা ঝামেলা পাকিয়ে ফেলে। কোথাও কোথাও তো শাসন করার অধিকারটুকু নেই। বাবা মায়েরা নিজেরাও শাসন করে না, কেউ করলে তাদের সাথে গিয়ে ঝামেলা করে।
একটা সময় শিক্ষকরা আমাদেরকে শাসন করতেন। আমাদের গ্রামে তো বাবা মায়েরা গিয়ে শিক্ষকদেরকে বলতেন, হাড্ডি আমার, মাংস আপনার।
এরপর সরকার ছাত্র-ছাত্রীদের শাসন করার বিষয়ে বাধ্যবাধকতা আনার পর কিছু শিক্ষক মামলার সম্মুখীন হওয়ার পর বাকি শিক্ষকরা একপ্রকার এসব শাসন বাদই দিয়ে ফেলেছে। কি দরকার অহেতুক ঝামেলা কাঁধে নেয়ার?
সাংস্কৃতিক আগ্রাসন, নেশাজাত দ্রব্য সহজলভ্য হওয়া এবং বাবা মায়ের বেখেয়ালি মনোভাব দিন দিন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। অবশ্য এমন না, যে সবাই অন্ধকারের দিকে যাচ্ছে। অনেকেই আছে যারা কিশোর কালেই আমাদেরকে আলো দিয়ে যাচ্ছে। এরাই মূলত আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে।

..
