আমার গ্রাম নিয়ে একগুচ্ছ কবিতা।

in আমার বাংলা ব্লগ25 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভাল আছেন। আজ আপনাদের সাথে একগুচ্ছ কবিতা শেয়ার করব। যার মূল বিষয়বস্তু হচ্ছে, আমার গ্রাম।


IMG-20251113-WA0000.jpg

আমাদের গ্রামের একটি জনপ্রিয় তালগাছ। ছবিটি Adobe Photoshop দিয়ে এডিট করা।

প্রিয় আলোনিয়া
ছোট একটি গ্রাম আমার,
সুন্দর, ছবির মতো।
সুখ, দুঃখের স্মৃতি,
জড়িয়ে আছো শত।
এক মুহূর্তে গ্রাস করে,
আমার দুঃখ আছে যত।

নদী
এঁকে বেকে বয়ে চলেছে,
গ্রামের বুক জুড়ে,
টলমল পানি বয়ে চলে,
ডাহুক উড়ে, সারস উড়ে।

মেঠোপথ
আমার গাঁয়ের মেঠোপথ,
স্নিগ্ধ, সুন্দর, মনোরম।
কাঁচা মাটির এই পথে,
প্রশান্তি বেশি, কষ্ট কম।

গ্রামবাসী
কেউ করে চাষাবাদ,
কেউ করে ব্যবসা,
কেউ গেছে বিদেশ চলে,
গ্রামে তরে সকলেরই,
আছে ভালোবাসা।

আমার গ্রামের নাম আলোনিয়া। ছবির মত সুন্দর বলতে যেমন বুঝায় আমার গ্রামটি ঠিক তেমনি। চারদিকে সবুজের সমারোহ। গ্রামে ঠিক মাঝখান দিয়ে আঁকাবাঁকা হয়ে বয়ে চলেছে ডাকাতিয়া নদী। আমার গ্রামের মত এই নদীটিও আমার দেশ আপন। আমার শৈশব এবং বাল্যকাল গ্রামে কেটেছে। তাই আমার মনে আমার গ্রামটি দারুন ভাবে গেঁথে আছে। এই ভালোবাসা আজীবন অটুট থাকবে, ইনশাআল্লাহ।


Banner.png

22222.png