এশেজ ২০২৫ এর ২য় ম্যাচ নিয়ে কিছু কথা।
আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভাল আছেন। চলছে সে 2025/26 এর এশেজ সিরিজ। আজ আপনাদের সাথে আমি এশেজ সিরিজের দ্বিতীয় ম্যাচ নিয়ে কথা বলব।

গাব্বায় অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্ট ছিল একটি ডে নাইট টেস্ট ম্যাচ। ইংল্যান্ডের অধিনায়ক বেনস্টোক টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ওপেনার বেন ডাকেট এবং ৩য় স্থানে নামা ওলি পপ ব্যক্তিগত শুণ্য রানে বিদায় নিলেও আরেক অপনার জ্যাক ক্রাওলি এবং মিডল অর্ডার সেনসেশন জো রুট দারুণভাবে দলকে এগিয়ে নিয়ে যান। রাহুল ৭৩ রানে আউট হয়ে যাওয়ার পর রুট সেঞ্জুরি করে অপর প্রান্ত আগলে রেখে দলকে ৩০০ রান পার হতে সহায়তা করেন। অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক ৬ টি উইকেট নেন। এর মাধ্যমে তিনি টেস্ট ক্রিকেটে বাঁ হাতি ফাস্ট বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারিতে পরিণত হন। তিনি ওয়াসিম আকরামকে পেছনে ফেলেন।
দারুণ শুরু করেছিল অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা। ওয়েদারাল্ড, অধিনায়ক স্মিথ, লাবুশান, আলেক্স ক্যারি এবং স্টার্কের অর্ধশতকে ভর করে ৫০০ রান অতিক্রম করেন অজিরা। ইংলিশদের হয়ে কার্স ৪টি এবং অধিনায়ক স্টোকস নেন ৩টি উইকেট।
১৭৭ রানের পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে ইংলিশ ব্যাটসম্যানরা। শুরুতে দুই ওপেনার ক্রাওলি এবং বেন ডাকেট ভালোই করছিলেন। কিন্তু অধিনায়ক বেন স্টোকস বাদে কোন ইংলিশ ব্যাটসম্যান সেভাবে ক্রিজে থিতু হতে পারেননি। ফলে ২০১ রানেই থেমে যায় ইংলিশদের ইনিংস। অজি পেসার মিচেল নেসের নেন ৫টি উইকেট।
ফলে চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়ার টার্গেট দাঁড়ায় মাত্র ৬৬ রান। যা মাত্র দুটো উইকেট হারিয়ে খুব সহজেই করে ফেলেন অজি ব্যাটসম্যানরা। ম্যাচে ৮টি উইকেট এবং একটি অনবদ্য অর্ধশতর জন্য ম্যান অফ দ্যা ম্যাচ ঘোষিত হন মিচেল স্টার্ক।

...
