জেনারেল রাইটিং - বন্ধু

in আমার বাংলা ব্লগlast month

আসালামুআলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করব। যার মূল বিষয়বস্তু হচ্ছে, বন্ধু।


boys-5630669_1280.jpg

Photo Source

মানুষ সামাজিক জীব। মহান সৃষ্টিকর্তা আমাদেরকে মুখাপেক্ষী করে বানিয়েছেন। অর্থাৎ, আমরা না চাইলেও আমাদের অন্য কারো সাহায্যের দরকার হয়। এজন্যই আমরা আআত্মীয়তার বন্ধন, ভাতৃত্বের বন্ধন গড়ে তুলি। এর মধ্যেও আরেকটা বন্ধন আছে, যাতে নেই আত্মীয়তার টান, রক্তের টান। সেই বন্ধনটা হচ্ছে বন্ধুত্ব।

বন্ধু এমন একটি বন্ধন, যে বন্ধন কখনো বিশ্বাসঘাতকতা করতে পারে না। আমৃত্যু একসাথে থেকে যায়। কিন্তু ইদানিংকালে সেই বিষয়টি খুব কম দেখা যায়। কিছুদিন আগেও এক বন্ধু আরেক বন্ধুকে হত্যা করেছে। অবশ্য আমার দৃষ্টিতে এটি বন্ধুত্ব ছিল না। এটি ছিল স্বার্থ।

আমরা অনেকেই স্বার্থের সাথে বন্ধুত্বকে গুলিয়ে ফেলি। স্বার্থপর লোক নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য বন্ধুত্ব সৃষ্টি করে। স্বার্থ উদ্ধার হয়ে গেলে সেখান থেকে চলে যায়।

অনেকেই বলে বন্ধু চেনা যায়। কথা সত্য। কিন্তু আপনি যদি ভাবেন সব সময় আপনার সব বন্ধু আপনার বিপদে এগিয়ে আসবে, তাহলে স্বাভাবিকভাবেই আপনি হতাশ হয়ে যাবেন। আমরা চাইলেও সব সময় আমাদের বিপদগ্রস্ত বন্ধুর পাশে দাঁড়াতে পারি না। আমাদের মনে রাখতে হবে, সে যে কেবল আমার সাথে বন্ধনে আবদ্ধ এমনটা নয়। তার পরিবার আছে, তার অন্যান্য কাজও করতে হয়। যার কারণে চাইলেও সেই সীমাবদ্ধতা কাটিয়ে সবাই আসতে পারে না। আসলে ভালো। না আসলেই যে সে খারাপ এমনটা ভাবা অনুচিত।

বন্ধুত্বের সম্পর্ক এমন হওয়া উচিত, যেন দীর্ঘ সময় যোগাযোগ না থাকলেও, যখন যোগাযোগ হয় তখন সম্পর্কটা যেন মনে হয় আগের মতই মজবুত আছে। কারণ আপনি যদি এটা ভেবে থাকেন যদি সে আমার সাথে দীর্ঘ সময় যোগাযোগ করেনি, সে তো আমার বন্ধুই না, মূলত এখানেই স্বার্থপরতা কাজ করে। যার কারণে বন্ধুত্বের সম্পর্কটা স্বার্থপর সম্পর্কে রূপান্তর হয়।

আমার অনেক বন্ধু আছে যাদের সাথে আমার বছরের পর বছর যোগাযোগ হয় না। কিন্তু যখনই যোগাযোগ হয়, আমরা ভুলেই যাই যে দীর্ঘ সময় আমাদের মধ্যে যোগাযোগ ছিল না। যার কারণে আমাদের সেই সম্পর্কটা এখনো অটুট রয়েছে আগের মতই।

যাই হোক, আমাদের সকলেরই পারিপার্শ্বিক নানারকম সীমাবদ্ধতা থাকে। তাই কোন বন্ধু যদি বিপদে এগিয়ে না আসে, তাতে রাগ করা বা মন খারাপ করার কিছু নেই। যদি সে আপনাকে বিপদে ফেলে সে ক্ষেত্রে আপনাকে দোষারোপ করতে পারেন। কিন্তু বিপদে এগিয়ে না আসতে কখনোই দোষারোপ করা উচিত নয়। কারণ তার জীবনে কি ঝড় বয়ে যাচ্ছে আমরা তা জানি না।


PUSS_gif.gif