কুকুরছানা নিয়ে একগুচ্ছ কবিতা।
আসসালামু আলাইকুম প্রিয় আমার বাংলা ব্লকবাসি কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভাল আছেন আজ আপনাদের সাথে একগুচ্ছ কবিতা শেয়ার করব যার মূল বিষয়বস্তু হচ্ছে কুকুর ছাড়া বিশেষ করে রাস্তার ধারে অবহেলিতভাবে বেড়ে ওঠা কুকুরছানা।

কুকুর ছানা, কুকুর ছানা,
ঘেউ ঘেউ ঘেউ।
রাস্তার ধারে কুকুর ছানা,
যত্ন নেয় না কেউ।
কুকুর ছানা, কুকুর ছানা,
ঘেউ ঘেউ ঘেউ।
কুকুর ছানা কাঁদছে ভীষণ,
মা দিয়েছে খেউ।
চোখ ফুটেছে তাদের আজ,
নেমে গেছে রাস্তায়।
এদিক সেদিক ছুটোছুটি,
জোর শব্দে তারা ভয় পায়।
ডান থেকে বামে দৌড়,
আড়চোখে তাকায়।
ছুটতে গিয়ে বেখেয়ালে,
মা যেন না হারায়।
হারালে মা, করে ঘেউ।
মাও হাঁকে খেউ খেউ।
এদিক সেদিক কতকিছু,
তবুও মায়ের পিছুপিছু।
কুকুর ছানা একদল,
রাস্তায় ভরপুর।
দলবেধে ছুটে তারা,
তপ্ত ভরদুপুর।
হঠাৎ কোন ট্রাকের চাকায়,
পৃষ্ট হয়ে যায়।
অবেলায় বেড়ে ওঠা ছানা,
অকালে মারা যায়।
যেকোনো শিশুই ফুটফুটে কোমল, মায়াবী। কুকুরছানাও তেমনই। সাধারণত আমাদের দেশে ভাদ্র ও আশ্বিন মাসে কুকুরের প্রজনন সিজন শুরু হয় এবং শীতকালে কুকুর ছানার জন্ম হয়। যার কারনে এখন আমাদের আশেপাশে অনেক পুকুর ছানার দেখা পাওয়া যায়। ফুটফুটে এই কোমল, মায়াবী কুকুর ছানাগুলোর বেশিরভাগই দুনিয়াতে বেশি দিন বাঁচে না। কখনো কখনো তারা গাড়ির নিচে পড়ে মারা যায়, কখনো মানুষ তাদেরকে মেরে ফেলে। কখনো নিজেদের মধ্যকার ঝগড়ায় তারা মারা যায়। কারো গৃহপালিত কুকুর না হলে, তাদের জন্য কারো মায়া কাজ করেনা। থাকেনা কোন স্মৃতি। কিন্তু রাস্তা দিয়ে হাঁটার সময় তাদের এই নিষ্পাপ দুষ্টুমি মনের অজান্তে মনে থাকে।