You are viewing a single comment's thread from:

RE: আমার প্রথম বিমান যাত্রার অভিজ্ঞতা

in আমার বাংলা ব্লগ2 years ago

ঘটনা পড়ে হাসিও আসলো আবার হতাশও হলাম।
হাঁসি আর হতাশার কারনও একটা। একটু ব্যাখ্যা করি। উত্তরা বিমানবন্দরের কাছে। আপনার ভাগ্য ভালো যে বিমানবন্দর বলায় আপনাকে বিমানবন্দরের পিছনের এলাকা বাউনিয়ায় নামায় নাই। ভোররাতের বদলে সন্ধ্যা রাত হলে এমন হওয়ার সম্ভাবনা ছিল।

সাধারণত, আমরা বিমানবন্দরে গেলে বলি, এয়ারপোর্ট যাবো। যখনই কেউ বলে বিমানবন্দর যাবো, রিকশাওয়ালারা ভাবে বিমানবন্দর রেলস্টেশনেই যাবেন। আরও বড় কথা হচ্ছে, আমাদের দেশে রিকশায় করে আসলেই এয়ারপোর্টে যাবে কেউ মানতে চাইবেনা। এই হল আমাদের অবস্থা!

দ্বিতীয় কারন হলো, বিমানবন্দর রেলস্টেশনের ঠিক উলটো পাশেই এয়ারপোর্ট। অবশ্য লাউঞ্জে যেতে হলে সিএনজি নেয়া ছাড়া উপায় ছিলনা। হেঁটে যাওয়া কষ্টকর হত৷ জানিনা কত ভাড়া নিয়েছে, ১০০ উপরে নিলেই সেটাকে আমি জুলুম বলবো। দূরত্ব আর সময় হিসাবে ১০০টাকাও জুলুম অবশ্য।

আপনি যে ভিনদেশী তা হয়ত তারা টের পেয়েছে জন্য একটু হয়রানি করল। এজন্য মজাও পেলুম, আফসোসও হলো।

Sort:  
 2 years ago 

হা হা হা। ২০০ টাকা নিয়ে নিয়েছিল ভাই ওইটুকু যেতে। নেহাত প্লেনটার তাড়া ছিল তাই৷ সে এক বিচিত্র অভিজ্ঞতা ছিল বটে৷ সাথে বিরাট ব্যাগ ছিল বলে সি এন জি ছাড়া উপায়ও ছিল না৷ এয়ারপোর্টে নেমে নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম এই বলে যে - ৬০০০ টাকার প্লেন টিকিট কেটেছি, আর ২০০ টাকা নিয়ে আফসোস করব? হা হা হা হা

 2 years ago 

সেটাই ভাই৷ দেশটাতে যখন কেউ অসহায় হয়,সবাই সুযোগ নিতে চলে আসে।