You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৫৩

in আমার বাংলা ব্লগlast year

মনেপড়ে তোমার হাত ধরে থাকা মুহূর্তগুলো,
মনেপড়ে নদীর তীরে একসাথে কাটানো সময়।
মনেপড়ে জ্যোৎস্না রাতে, একসাথে বসে থাকা,
মনেপড়ে যখন তুমি আমাকে দিয়েছো অভয়।

সেদিনগুলো আজ যেন হয়ে গেল স্মৃতি,
কতদিন হয়ে গেল, পাই না তোমার দেখা।
সময় এত দ্রুত ফুরিয়ে যায়, ভাবতে পারিনা।
আমরা থাকবো দূরে, এটাই ছিলো নিয়তির লেখা।