You are viewing a single comment's thread from:
RE: এবিবি ফান প্রশ্ন- ৬৬৪ || বিয়ে করলে কি কি ঝামেলা সম্মুখীন হতে হয়??
যেহেতু ঝামেলা কি কি তা জানতে চাচ্ছেন, একটা তালিকা দেই, উপকার হবে আপনার,
- বিয়ের দিন কোন রঙ্গের পোষাক পরবেন সেটা আপনার বউ ঠিক করে দিবে। মানে, স্বাধীনতা শেষ। যা পরেও বঝায় থাকে।
- আপনার চেনা, চিরপরিচিত মানুষগুলাই আপনার কাছ থেকে নানা বাহানায় চাঁদা নিবে। আপনার কিছু করার থাকবেনা।
- বাসায় আপনার কাজ হবে শুধু শুনা আর মাঝেমধ্যে হ্যাঁ, হুঁ করা। অমনোযোগী হওয়া যাবেনা। পরে জিজ্ঞাসা করতে পারে কি বলেছে।
- মাঝেমধ্যে শপিংয়ে নিয়ে যাবেন। ধরেন, মাসে ন্যুনতম দুইবার।
- মাঝেমধ্যে ফুচকা, আইসক্রিম, চকলেট, চিপস আনবেন। ধরেন, সপ্তাহে ৭ দিন।
- মাসে একবার অন্তত কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে।
- কোন দোষ না করেও বলতে হবে, দোষ আপনারই। আপনি কি দোষ করেছেন তা না জেনেও বলতে, স্যরি।
আরও আছে। বললাম না। যদি বিয়ে না করেন আবার! 😂