You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৫৬

in আমার বাংলা ব্লগlast month

তারা বলতো, 'আরে, এতো সম্ভব নয়।
বাঙালি দিয়ে এসব কভু হবে না।'
এক বাঙালি তখনই ভেবে বসে,
আমিই করবো এটা। পিছপা হবোনা।

সেই থেকেই শুরু, এক স্বপ্নের যাত্রা।
স্বপ্ন থেকে তা রূপ নিয়েছে বাস্তবতায়।
তার দৃঢ় বিশ্বাস থেকে আজ জগৎ জানে,
বাংলাভাষীরা রয়েছে অনন্য জায়গায়।

আজ সেই স্বপ্নালু মানুষের জন্মদিন,
জানাই অনেক শুভেচ্ছা।
অন্য কোন দিন শুনাবো আবার,
তার বিশ্বাস আর স্বপ্নের কেচ্ছা।