লেভেল ৩ হতে আমার অর্জন by @sadiahaque || 10% Beneficiary To @shy-fox 🦊
হ্যালো/আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
@abb-school এ লেভেল থ্রি এর ক্লাশ করে আমি ইতোমধ্যেই ক্লাশ এ মৌখিক পরীক্ষা দিয়েছি। এখন লিখিত পরীক্ষা দেয়ার জন্য আমি আজকের এই পোস্ট করছি।
লেভেল থ্রি এর প্রশ্নোত্তর
★মার্কডাউন কি ?
লেখাকে সুন্দরভাবে উপস্থাপন করতে এবং লেখাকে আকর্ষণীয় করতে আমরা নির্দিষ্ট কিছু কোড ব্যবহার করি। এসকল কোডকেই মার্কডাউন বলা হয়।
★মার্কডাউন কোডের ব্যবহার গুরুত্বপূর্ণ ?
মার্কডাউন ব্যবহার করলে কন্টেন্ট পাঠকদের কাছে বেশি আকর্ষণীয় হয়। একটি কন্টেন্ট এর বিভিন্ন অংশে পাঠকদের জন্য বিভিন্ন মেসেজ থাকতে পারে, কোথাও কোথাও খুব গুরুত্বপূর্ণ মেসেজ থাকতে পারে, সেক্ষেত্রে ঢালাওভাবে কন্টেন্ট লিখলে গুরুত্বপূর্ণ অংশ গুলো পাঠকরা বুঝতে পারবে না। মার্কডাউন ব্যবহার করে আমরা গুরুত্বপূর্ণ অংশগুলো ইন্ডিকেট করতে পারব। একটি ভাল কনটেন্ট ক্রিয়েট করতে হলে মার্কডাউন এর বিকল্প নেই।
★পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায় ?
পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কোডগুলো দৃশ্যমান করে দেখানোর জন্য কোডটির শুরুতে এবং শেষে এপোস্টপি চিহ্ন ব্যবহার করতে হবে। এছাড়াও কোড ব্যবহৃত টেক্সট এর আগে চারটি স্পেস দিলে কোড দৃশ্যমান হয়।
★নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন।
প্রশ্নে উল্লিখিত ছবিতে দেখানো টেবিলটির মার্কডাউন কোডগুলো নিম্নরূপ
"|User | Post |Steem power|
|---|---|---|
|User 1|10 |500|
|User 2|20|900|"
আউটপুট
User | Post | Steem power |
---|---|---|
User 1 | 10 | 500 |
User 2 | 20 | 900 |
★সোর্স উল্লেখ করার নিয়ম কি ?
সোর্স উল্লেখ করার নিয়ম নিম্নরুপ
[সোর্স](এখানে লিংক বসাবো)
★বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন।
#আমার বাংলা ব্লগ
##আমার বাংলা ব্লগ
###আমার বাংলা ব্লগ
####আমার বাংলা ব্লগ
#####আমার বাংলা ব্লগ
######আমার বাংলা ব্লগ
আউটপুট
আমার বাংলা ব্লগ
আমার বাংলা ব্লগ
আমার বাংলা ব্লগ
আমার বাংলা ব্লগ
আমার বাংলা ব্লগ
আমার বাংলা ব্লগ
★টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড টি লিখুন।
টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড টি হলো
<div class="text-justify">টেক্সট</div>
★কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশী গুরুত্ব দেয়া উচিত?
যে বিষয়ে আমি জ্ঞান, অভিজ্ঞতা ও সৃজনশীলতা সমন্বয়ে খুব ভালো লিখতে পারবো , কনটেন্ট তৈরি করার ক্ষেত্রে সে বিষয়ের উপর গুরুত্ব দেয়া উচিত।
★কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কেন ?
কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান যদি না থাকে তাহলে ব্লগটি মানসম্মত ও গোছানো হবেনা। ব্লগটি থেকে কি মেসেজ পাঠকদের দেয়া হবে তা স্পষ্ট হবেনা। যার ফলে পাঠকদের কাছে ব্লগটি আকর্ষণীয় হবেনা। তাই ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কেন।
★ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন ?
3.5 SP
($7 এর 50% কিউরেটর = $3.5
50% অথর = $3.5
$3.5 এর 50% SBD = $1.75
50% SP = 1.75÷0.50 = 3.5)
★সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কি?
সর্বোচ্চ কিউরেটর রিওয়ার্ড পাওয়ার জন্য কোনো পোস্ট করার ৫ মিনিট পর থেকে ৬ দিন ১২ ঘন্টা পর্যন্ত কোনো পোস্টে ভোট দিলে সর্বোচ্চ কিউরেশন রিওয়ার্ড পাওয়া যায়।
★নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে…?
@Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন করা যাবে।
আমরা যদি নিজে কিউরেশন করি তাহলে আমরা শুধু SP পাবো,
@Heroism এ ডেলিগেশন করলে আমার পোষ্টের মান যদি ভালো হয় @Heroism আমাকে ভোট দিবে, এর ফলে আমি SP ও SBD দুটোই পাবো। এজন্য @Herosim এ ডেলিগেশন করলে আমরা বেশি আর্ন করতে পারবো।
অসংখ্য ধন্যবাদ জানাই @alsarzilsiam ভাইয়াকে লেভেল থ্রি এর কার্যক্রম এতো সুন্দর ভাবে পরিচালনা করার জন্য।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।
ধন্যবাদ।
আপনি খুবই সুন্দরভাবে লেভেল ৩ এর অর্জিত বিষয়গুলো উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা আপু। আশা করি খুব দ্রুত আপনি লেভেল ৩ তে উন্নতি হবেন।
ধন্যবাদ ভাইয়া
দোয়া করবেন।
আপনাকে অভিনন্দন, আপনি সবগুলো প্রশ্নের উত্তর প্রায় সঠিকভাবে দিয়েছেন। আপনার পরবর্তী লেভেলের জন্য শুভকামনা রইল, ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া
আপনি খুব ভালো পরীক্ষা দিয়েছেন, এবং আপনার মুখিক পরীক্ষা ভালো হয়েছে জানতে পারলাম। আপনি অনেক সুন্দর করে প্রতিটি ধাপের প্রশ্নের আনসার করেছেন। এবং সেটি খুবই ভাল হয়েছে। আশা করি আপনি লেভেল ৩ থেকে উত্তীর্ণ হয়ে লেভেল ফোর শেষ করে আমাদের সাথে যুক্ত হবেন। এবং আমার বাংলা ব্লগের সকল নিয়ম কানুন মেনে চলার চেষ্টা করবেন। এবং আপনি নতুন মেম্বার হিসেবে আপনার কাছ থেকে আমরা নতুন নতুন কন্টেন আশা করছি। আপনার জন্য শুভেচ্ছা রইল।
প্রথমেই অভিনন্দন জানাই আপনি লেভেল টু অতিক্রম করে level3 অর্জন করেছেন। খুবই ভালো লাগলো প্রতিটি তথ্য খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকবেন
আপনি অনেক সুন্দর ভাবে লেভেল ৩ এর মার্কডাউন গুলো আমাদের মাঝে প্রদর্শন করেছেন। আপনার এই পোস্টটি যদি কেউ ভালোভাবে লক্ষ্য করে তাহলে সে অনায়াসে লেভেল ৩ এর কাজগুলো শিখতে পারবে।
ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইলো আপনার জন্য।
আপু আপনি খুব সুন্দর ভাবে প্রতিটি লেভেল পার হয়ে যাচ্ছেন, যা দেখে খুবই ভালো লাগলো। আপনি খুব চমৎকারভাবে এবিবি স্কুলের ক্লাস গুলো করেন এবং খুব সুন্দর ভাবে সেগুলো এখানে উপস্থাপন করেন। যা দেখে অনেকে উপকৃত হয়। শুভকামনা রইল আপনার জন্য আপনি যেন খুব দ্রুত বাকি লেভেলগুলো পার হয়ে যেতে পারেন।
ধন্যবাদ আপু।
দোয়া করবেন। শুভ কামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য।