DIY - ( এসো নিজে করি ) [ কাগজ দিয়ে আলমারী তৈরি ] || আমার বাংলা ব্লগ || 10% to @shy-fox
স্বাগতম সবাইকে,
আশা করি, সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। সপ্তাহব্যাপি চলছে ডাই ইভেন্ট আর আমি এই ডাই ইভেন্টে আজকে ৩য় দিনের মত নিজে কিছু বানানোর চেষ্ঠা করেছি এবং তাতে সফল ও হয়েছেই। তাই আমি আজকে সেই সব ধাপগুলো আপনাদের সামনে তুলে ধরবো
তো যেই কথা সেই কাজ আর নিচে সেগুলোর ধাপ তুলে ধরলাম।
তো চলুন শুরু করা যাকঃ-
↘️ আলমারীর সাথে আমি↙️
- রঙিন পেপার ধরনের।
- কাচি
- গাম
- পেপার
📸↘️ 【ধাপঃ ০১】↙️📸
সর্বপ্রথমে, একটি কাগজকে অনেক কয়ভাগে ভাজ করে নিতে হবে।
📸↘️ 【ধাপঃ ০২】↙️📸
তারপর ২য় পর্যায়ে হলুদ রঙের পেপারটিকে চারদিকের কর্ণার মুড়িয়ে নিতে হবে।
📸↘️ 【ধাপঃ ০৩】↙️📸
চিত্রের মতো কাগজটিকে আবারো মুড়িয়ে নিতে হবে।
📸↘️ 【ধাপঃ ০৪】↙️📸
এই ধাপে হলুদ রঙের কাগজটিকে চিত্রের মত মুড়ীয়ে নিতে হবে।
📸↘️ 【ধাপঃ ০৫】↙️📸
এই পর্যায়ে আমার আলমারীর বডির কাজ করা শেষ। আমি এবার পরবর্তী ধাপে এই আলমারী বক্সগুলো বানিয়ে দেখাবো।
📸↘️ 【ধাপঃ ০৬】↙️📸
এই পর্যায়ে আমি তিনটি বক্সের জন্যে তিনটি কাগজ নিয়েছি। এবং কাগজটিকে আমি পরিমাণ মতো ভাজ করে নিয়েছি।
📸↘️ 【ধাপঃ ০৭】↙️📸
চিত্রের মতো করে বক্সের জন্যে কাগজ কেটে তা অনুসরণ করলে আপনিও বানিয়ে ফেলতে পারবেন কাঙ্খিত বাক্সটি।
📸↘️ 【ধাপঃ ০৮】↙️📸
এই পর্যায়ে আমি বাক্সটির একপাশে গাম লাগিয়ে তা, আলমারীর গাঁয়ে লাগিয়ে দেই এবং তা শুকানোর জন্যে রেখে দেই। এভাবে পর্যায়ক্রমে তিনটি বাক্স আমি সেখানে সংযুক্ত করি।
📸↘️ 【ধাপঃ ০৯】↙️📸
পরিশেষে, তৈরি হয়ে গেলো আমাদের কাগজ দিয়ে বানানো সেই কাঙ্খিত আলমারী।
📸আমি ছবি তুলতে যেসব গ্যাজেট ব্যবহার করেছি!📸
| ডিভাইস | ভিভো Y11 |
|---|---|
| Location | https://what3words.com/enjoys.tadpole.circular |
আশা করি, আপনাদের আমার বানানো এই আলমারীটি সবার ভালো লেগেছে।
অসংখ্য ধন্যবাদ সবাইকে।
আমার সম্পর্কে কিছু কথাঃ-
আমি মোঃ আবু হেনা সরকার। আর আমার ডাক নাম সাগর। আমি একজন স্বাধীন চেতনাময়ী ছেলে। যে সবসময় স্বাধীনতাকে প্রাধান্য দেই। আমি লিখতে, পড়তে, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, বিশ্লেষন এবং কোনো অজানা বিষয় সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী ও ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। সবার সাথে মিশতে আমার অনেক ভালো লাগে।

.jpeg)




.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)



.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)


অনেক সুন্দর হইসে
কাগজ দিয়ে সুন্দর কাজ, চমৎকার হয়েছে আপনার তৈরি আলমারি। আমি প্রশংসা করছি আপনার এই পোস্টের সত্যি প্রশংসনীয়। আমি যদিও নিজে তেমন কিছু পারি না তবে আমি ইউটিউব দেখে শিখতেছি। আপনার জন্য শুভকামনা 🙂
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, খুব সুন্দর একটি কমেন্ট উপহার দিয়েছেন।
আপনাকে স্বাগতম ভাইজান ❤️
বাহ! ভাই কাগজ দিয়ে আলমারিটা দেখতে একদম বাস্তব আলমারির মতো দেখাচ্ছে।ধাপে ধাপে সুন্দরকরে বর্ণনা দিয়েছেন ভাই।শুভেচ্ছা রইল।
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।
অনেক যত্নসহকারে আপনি আলমারিটা তৈরি করেছেন যাইহোক আপনার পোস্টটি অনেক সুন্দর ছিল ধন্যবাদ ভাইয়া আপনাকে।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ
অসাধারণ হয়েছে ভাইয়া।আমি তো প্রথম ছবিতে খুঁজেই পাচ্ছিলাম না আপনার হাতের কাজটি।পরে লেখা পড়ে বুঝতে পারলাম।ভালো লেগেছে আমার আপনার তৈরি আলমারীটি।ধন্যবাদ আপনাকে।
অনেক সুন্দর কমেন্ট করার জন্যে অসংখ্য ধন্যবাদ
ব্যতিক্রম ধর্মী ক্রিয়েটিভিটি আপনার। পরিবেশনের ধাপগুলো সত্যিই চমৎকার ছিল
অসংখ্য ধন্যবাদ ভাই
কাগজ দিয়ে তৈরি করা আলমারিটা বেশ সুন্দর হয়েছে ভাই। ধাপে খুব সুন্দর ভাবে বর্ণনা দিয়েছেন।অনেক ধন্যবাদ আপনাকে আপনার দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।শুভ কামনা রইলো আপনার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, অনেক সুন্দর মন্তব্য করেছেন আপনি।
কাগজ দিয়ে কত কিছুইনা তৈরি করা যায়, তবে আলমারিটি আরেকটু বড় হলে কাপড় চোপড় রাখতে পারতেন, হাহা। খুবই সুন্দর এবং দক্ষতার সাথে আপনি এই আলমারিটি তৈরি করেছেন এবং আপনার উপস্থাপনা টি ছিলো দেখার মত, ধন্যবাদ।
জ্বি ভাই, পরের বার একটা ২০ ফুটের কাগজ দিয়ে আলমারী বানিয়ে আপনাকে গিফট করে দিবো
খুব সুন্দর হয়েছে আপনার তৈরি আলমারিটি। সৃজনশীল হাত সত্যিই সাধারণ জিনিসকেও অসাধারণ করে তুলতে পারে যার সুন্দর একটি দৃষ্টান্ত আপনার কাগজের তৈরি এই আলমারিটি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন
অনেক গোছালো উপস্থাপনার সাথে আপনার নিপুণতার সাথে বানানো কাগজ দিয়ে আলমারি টি তৈরি করেছেন তা সত্যিই সত্যিই অসাধারণ ।শুভেচ্ছা রইলো অনেক ভাই
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই