মানুষ সমাজ বানায় নাকি সমাজ মানুষকে বানায়?|| 10% Beneficiaries @shy-fox ||


প্রথমেই সবাইকে জানাই সালাম,আদাব। সৃষ্টিকর্তার রহমতে আশা করছি আমার বাংলা ব্লগ কমিউনিটির সকলেই ভালো এবং সুস্থ আছি।


❤️ সবার জন্য অবিরাম ভালোবাসা ❤️


আজকে আমি হাজির হয়েছি একটি লিখা নিয়ে।
লিখতে ভালা লাগোটা আমার বহুদিন এর। কেও যদি জিজ্ঞেস করে তোমার লিখার কারণ কি?
তাহলে আমার একটাই উত্তর আসবে তা হলো জানিনা।
তাহলে আজকের লিখাটা শুরু করি।
আজকের লিখার বিষয় হলো " মানুষ সমাজ বানায় নাকি সমাজ মানুষকে বানায়?"।


★★"মানুষ সমাজ বানায় নাকি সমাজ মানুষকে বানায়?"★★


IMG_20220213_204708.jpg


  • সমাজ কী?,

সমাজ মূলত একটি ব্যবস্থা, যে ব্যবস্থায় বিভিন্ন জন, একই জায়গার বিভিন্ন জন মিলে লিখিতভাবে কিছু নিয়মকানুন তৈরি করে।
এবং,
সকলেই সেই নিয়ম কানুন মেনে চলতে শুরু করে।
এবং মেনে চলে।
এই নিয়মকানুনগুলো প্রতিষ্ঠা করার একমাত্র উদ্দেশ্য হয় পরিবেশ যেন সুন্দর এবং বসবাসের উপযোগী হয়ে উঠে।

  • আমাদের চোখে সমাজ:-

আমাদের চোখে, আমাদের কাছে সমাজ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের আশেপাশে যারা রয়েছে তাদেরকে নিয়ে আমরা একত্রে বসবাস করি।
এবং,
আমরা সকলেই কোন না কোন নিয়ম কানুন মেনে চলি।
কিছু নিয়ম রয়েছে যেগুলো আমরা সৃষ্টি করি,
এবং
আমরাই সেগুলো মেনে চলি।
এবং অবশ্যই এর ভালো দিক এবং খারাপ দিক দুইটাই রয়েছে। আমি আজকে দুইটা নিয়ে কথা বলব।
আমাদের চোখের সমাজ একটি ব্যবস্থা।
এবং কখনো সুন্দর ব্যবস্থা আবার কখনো খারাপ ব্যবস্থা।


★★"কখন সমাজে আমাদের কাছে ভালো?"★★


  • সমাজ ভালো:-,

বিভিন্ন ক্ষেত্রে সমাজের প্রয়োজনীয়তা অপরিসীম।
আমাদের জীবনে সমাজ অনেক বড় একটি অধ্যায় এবং এই অধ্যায়ে আমাদের জীবনের বেশিরভাগ জুড়ে রয়েছে। আমরা জানি এবং অবশ্যই আমরা এটা মানি যে সমাজ ছাড়া আমরা চলতে পারব না। কারণ মানুষ কখনো একা বেঁচে থাকতে পারে না। অবশ্যই অন্যের সহযোগিতা লাগে অথবা অন্য মানুষকে দরকার হয়। একটি জীবনে একজন ব্যক্তি সব কিছু করে উঠতে পারে না। অবশ্যই অন্যের সাহায্য এবং সহযোগিতা দরকার হয়। এরপরেও আরো অনেক ব্যাপার থাকে যেমন সমাজের কিছু সুন্দর এবং সঠিক নিয়ম কানুন রয়েছে। যে নিয়মকানুনগুলো থাকাতে মানুষ নিয়মকানুনগুলো মানতে বাধ্য হয়।

এবং অবশ্যই সেই নিয়ম কারণ গুলোর কারণেই আমাদের জীবনযাত্রা অনেকটা সহজ এবং সাবলীল হয়ে যায়।
সমাজে একত্রে থাকা অবস্থার কারণে মানুষের মানুষের মধ্যে ভালবাসা বৃদ্ধি পায় এবং মানুষের মধ্যে মানুষকে সহযোগিতা করার মনোভাব সৃষ্টি হয়।


★★"কখন সমাজে আমাদের কাছে ভালো?"★★


  • সমাজ খারাপ:-,

সমাজের কিছু কিছু নিয়ম রয়েছে যেগুলো অতিরিক্ত মাত্রায় জঘন্য। যেমন আগের যুগের একটি নিয়ম ছিল যে কোনো নারীর স্বামী মারা গেলে স্বামীর চিতায় নারীটি কেউ বসতে হবে। তবে আমি সম্পূর্ণ ঘটনাটি জানিনা। কিন্তু সামান্য এতোটুকুই সবার মুখে মুখে শুনেছি। ঘটনাটি ভুল হলেও হতে পারে। যদি ভুল হয় তাহলে অবশ্যই আমাকে সঠিক তথ্যটি বলবেন।

কিন্তু এই ব্যবস্থাটি নিশ্চয়ই কোন মানুষের দ্বাড়াই সৃষ্টি হয়েছে। সৃষ্টিকর্তার দ্বারা সৃষ্টি হয়নি।

এই নিয়মগুলো পরে যদিও বদলে গেছে। কিন্তু এখনো পুরোপুরি আমাদের সমাজ ব্যবস্থা উন্নত হয়নি। যেটা আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই। যেমন আমাদের বর্তমানেও কালো এবং সাদা নিয়ে অনেক দ্বন্ধ চলে। যখন সাদা/কালোর প্রশ্ন ওঠে তখন সবাই কালো কেই মন্দ হিসেবেই দেখে।

কিন্তু কথায় আছে কালোই জগতের আলো।

এই বিভিন্ন ধরনের সমাজে কুসংস্কার এবং খারাপ কাজ রয়েছে যেগুলো সমাজব্যবস্থা বলে মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়।


★★"মানুষ সমাজকে বানায়"★★


  • সমাজ তৈরি:-

আমাদেরকে জন্মের পর থেকেই একটি কথা বারবার মনে করিয়ে দেওয়া হয়। যে আমরা সমাজের মধ্যে বাস করি এবং অবশ্যই সমাজ অনুযায়ী চলতে হবে। আমি আগেই বলেছি সমাজে এমন অনেক কাজ রয়েছে যেগুলো জঘন্যতম অপরাধ। কিন্তু সমাজ তৈরি করেছে বলে আমাদের করতে হয়। যেমন:- আমাদের সমাজে যৌতুক নামে একটি প্রথা রয়েছে, যেটা এখন বন্ধ হয়ে গেলেও ভদ্রতা এবং বড় লোকদের জন্য এইটা এখনো বন্ধ হয়নি।
এবং এটাকে এখন গিফট হিসেবে বলা হয়। সেই সাথে আমার ছেলেকে আমি দিচ্ছি, আমার মেয়েকে আমি দিচ্ছি, কার কি সমস্যা এই কথাটি এখনো রয়ে গেছে।

এইসব জিনিস অবশ্যই আমাদের সমাজ তৈরি করে দিয়েছিল।
সব সময় কোন কাজ করার আগে পরিবার থেকে বলা হয়, যে তুমি একটা সমাজে থাকো। সেই জন্য সমাজের সব নিয়মকানুন মেনে চলবে। যেন আমাদের কেও কোন কথা বলতে না পারে,সেই ভাবে চলবে । মাঝেমধ্যে ভাবি! কে সমাজটাকে তৈরি করল? মানুষই তৈরি করেছে। তাহলে আমরা কেন আমাদের ভালোর জন্য কোন কিছুর পরিবর্তন আনতে পারব না। আমরা এই সমাজটাকে তৈরি করেছি। সেহেতু আমরা যেমন দিনদিন উন্নতির দিকে যাচ্ছি। সমাজকেও সেভাবে উন্নতির দিকে নিয়ে যেতে হবে। কখনোই সমাজ তৈরি হয়েছে বলে সেইটা এখনও ওই ভাবে পালন করতে হবে। এমন কোন কথা নেই। কিন্তু আজকালকার বেশিরভাগ মানুষকে এই কথাটি বুঝানো সম্ভব নয়।


★★"সমাজের খারাপ নিয়ম থেকে বেরিয়ে আসুন"★★


  • সমাজের কিছু বাজে নিয়ম:-

সমাজের কিছু বাজে নিয়ম রয়েছে। যে নিয়ম গুলো আমরা খুবই ভক্তি সহকারে পালন করি। কিন্তু আপনি কোনদিনও এই নিয়মগুলো মন থেকে মানি না,
আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়। আমি আজকে বলব আমাদের সকলের উচিত সমাজের এসব নিয়ম গুলো ভেঙ্গে সমাজকে উন্নতির শিখরে নিয়ে চলা। সময় যেভাবে উন্নতির দিকে ধাবিত হচ্ছে সমাজকেও ঠিক সেইভাবে উন্নতির দিকে ধাবিত করা হোক। এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।
সমাজের কিছু খারাপ কাজ গুলোর মধ্যে আমি কিছু খারাপ কাজ এখানে তুলে ধরার চেষ্টা করছি,

  • ১।মেয়ে বিয়ে দেওয়ার সময় ঘরের জিনিষপত্র দিতে হবে।
  • ২।বিয়ের সময় মুরুব্বিদের মত থাকলেই হবে,স্বামী-স্ত্রীর মতামত লাগবেনা।
  • ৩।ইংলিশ মিডিয়াম মানে বড়লোকদের ছেলে মেয়েই পড়বে,বাংলা কিংবা ধর্মীয় মিডিয়াম মানেই গরীব ঘরের সন্তান।
  • ৪।মুরুব্বিদের ভুল কথায় ও হ্যা বলতে হবে।
  • ৫।সরকারী চাকরি নাই মানে স্টুডেন্ট ভালো না।
  • ৬।ইনকাম শুধু পুরুষ মানুষ ই করবে।
  • ৭।নিজের ইচ্ছার চেয়ে বড় করে দেখতে হবে আত্বীয়স্বজনের ইচ্ছাকে।
  • ৮। প্রেম করার অর্থ খারাপ কাজ।
  • ৯।সঠিক কথা মুখের উপর বলার অর্থ ছেলে/মেয়ে বেয়াদব।

সমাজের এসব নোংরা নিয়ম থেকে বের হয়ে আসুন।
মানুষ সৃষ্টি করে সমাজ।
সমাজ কোনদিন মানুষ সৃষ্টি করতে পারে না।
সেই কারণেই সমাজের সুন্দর নিয়মগুলোকে আরও উন্নতি করি এবং খারাপ নিয়মগুলোকে বাদ দিয়ে সমাজ
কে সুন্দর বানাই।

সকলকে জানাই আন্তরিক ভাবে ধন্যবাদ।
নিজেদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আমার পাশে থাকবেন।

Sort:  

খুবই সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন আপনি দেখছি আমাদের সমাজে খারাপ দিক এবং ভালো থাকবে এটাই স্বাভাবিক আপনার পোষ্টের দুই দিকের কথায় খুব সুন্দর আলোচনা করেছেন পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো এবং অনেক কিছু শিখতে পারলাম এবং জানতে পারলাম শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

একদম ঠিক কথা বলেছেন ভাইয়া আপনার সাথে আমি একমত বাস্তবতা তো মানুষেরই তৈরি করে । সমাজে ভালো দিক এবং খারাপ দিক গুলো আপনি আপনার পোষ্টের মাধ্যমে খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সত্যিই পোস্টটি অনেক শিক্ষনীয় ছিল ‌। ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর একটি পোষ্ট সাজিয়ে-গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ❤️❤️

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।