রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত হয় ভয়ংকর।|| 10% Beneficiaries @shy-fox ||


প্রথমেই সবাইকে জানাই সালাম,আদাব। সৃষ্টিকর্তার রহমতে আশা করছি আমার বাংলা ব্লগ কমিউনিটির সকলেই ভালো এবং সুস্থ আছি।


❤️ সবার জন্য অবিরাম ভালোবাসা ❤️


আজকে আমি হাজির হয়েছি একটি লিখা নিয়ে।
লিখতে ভালা লাগোটা আমার বহুদিন এর। কেও যদি জিজ্ঞেস করে তোমার লিখার কারণ কি?
তাহলে আমার একটাই উত্তর আসবে তা হলো জানিনা।
তাহলে আজকের লিখাটা শুরু করি।
আজকের লিখার বিষয় হলো " রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত হয় ভয়ংকর "।


★★"রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত হয় ভয়ংকর"★★


IMG_20220212_023124.jpg


  • রাগ কী?,

**আমরা সাধারণত রাগ বুঝি যখন আমরা নিজেদের চিন্তা শক্তি। কিংবা,নিজেদেরকে ব্রেইন কে নিজেরা যখন কন্ট্রোল করতে পারি না।
এবং, আমাদের অনিচ্ছাসত্ত্বেও আমাদের মাথা গরম হয়ে যায়, সেটাকে আমরা রাগ হিসেবে বিবেচনা করি।
যদি আভিধানিক ভাষায় বলতে যাই, তাহলে রাগ একটি মানুষের স্বাভাবিক অভিব্যক্তি হিসেবেই বলা হয়।

  • রাগ কেনো উঠে?

*মানুষের রাগ উঠার কিছু কারণ থাকে।
এবং,
সেই কারণগুলোর মধ্যে পরে যখন মানুষের ইচ্ছা অনুযায়ী কোন কাজ হয়না,
কিংবা,
কোন কাউকে একটা কাজের কথা বলার পরেও সেই ব্যক্তিটি যদি অন্য কোন ধরনের কাজ করে ফেলে,
কিংবা,
কোন ক্ষতি হলে কিংবা আরো বিভিন্ন কারণ রয়েছে রাগ উঠার। একটি বা কয়েকটি লাইনের মধ্যে রাগ কেন ওঠে সে বিষয়টি কোনোভাবেই জানানো যাবে না।
কারণ বিভিন্ন মানুষের কাছে কাছে রাগ উঠার বিভিন্ন কারণ রয়েছে। এবং সবার অভিব্যক্তিগুলো কোনভাবেই আমাদের পক্ষে জানা সম্ভব নয়।
ব্যক্তি বিভিন্নতায় রাগের কারণ ও বিভিন্ন।
কিন্তু কিছু স্বাভাবিক উদাহরণ আমি দিতে পারি রাগ উঠার, যেগুলো আমি উপরে দিয়েছি।
এবং আরও বিভিন্ন ধরনের কারণও থাকতে পারে।
যেগুলো হয়তো আমার এই মুহূর্তে মাথায় আসছে না কিংবা মনে আসেনা। কিন্তু এই অভিব্যক্তি আমাদের সকলের জীবনে একটি বিশেষ জায়গা জুড়ে থাকে এবং থাকবে।


★★"রাগ ভালো না খারাপ?"★★


  • রাগ কখন ভালো?

রাগ সব সময় যে খারাপ তা কিন্তু নয়। যেমন:- আমাদের জীবনের বেশিরভাগ সময় কাটে আমাদের পিতা মাতার বিভিন্ন বকা শুনে। কিংবা ছোটবেলায় কমবেশি আমরা সবাই মার খেয়েছি। সেইটা মূলত এখন লুকানোর কিংবা লজ্জার কিছু নাই। আমাদের জীবনে এই ঘটনাগুলো সবার ক্ষেত্রেই ঘটেছে বলে আমি মনে করি এবং যাদের ক্ষেত্রে ঘটেনি তাদের মাতা-পিতা যথেষ্ট শান্ত মাথার অধিকারী। কিন্তু যেই মাতা-পিতারা ছোটবেলায় সন্তানদের শাসন করেছে তারা যে খারাপ আমি তা বলছি না।

পিতা-মাতা শাসনের কারণেই আমরা আজকে এতোটুকু আসতে পেরেছি। আমি মনে করি পিতা-মাতা যদি সঠিক সময়ে সঠিক শাসন গুলা না করতো। তাহলে আমরা জীবনে কোনদিনও ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারতাম না।

তারপর আমরা স্কুলের শিক্ষক শিক্ষিকার শাসনের মুখোমুখি হয়েছি। এবং সেই শাসন ও আমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। কারণ যদি আমাদের শিক্ষক-শিক্ষিকা যদি সঠিক সময়ে শাসন না করতো।
তাহলে অবশ্যই আমরা আজকে সুশিক্ষায় শিক্ষিত হতে পারতাম না।
এরপরে জীবনের বিভিন্ন ক্ষেত্রে, কর্মক্ষেত্রে আমাদের শাসনের মুখোমুখি হতে হয়েছে।

অর্থাৎ কিছু রাগ দেখানো আমাদের জীবনের জন্যই ভালো।
বরং ওইরা গুলো যদি আমরা না পেতাম।
তাহলে নিশ্চিত আমাদের জীবন এমন হতো না অর্থাৎ সুন্দর হতো না।

  • রাগ কখন খারাপ?

আমি উপরের রাগের যে ভালো দিকগুলো বলেছি।
ঠিক তেমনটাই রাগের বিভিন্ন খারাপ দিকও রয়েছে।
এবং রাগ যে সব সময় ভালো হবে সেটা কিন্তু না।

আমাদের জীবনের সবচেয়ে ক্ষতিকর এবং ভয়ঙ্কর ডিসিশন গুলা আমরা রাগের মাথায় নিয়ে থাকি।
সেই কারণে আমি বলব সব সময় রাগ ভালো হতে পারে না। রাগের কারণে একটা মানুষ অন্য মানুষের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে আমি মনে করি না পৃথিবীতে এর চেয়ে ভয়ঙ্কর কাজ দ্বাড়া ছাড়া আর কোন টা হয় না।
অর্থাৎ একটা মানুষের জীবন নিয়ে নেওয়ার মতো ভয়ঙ্কর কাজ মানুষ জাতির মধ্যে আর হতে পারে না।
কারন একটা মানুষের জীবন অনেক মূল্যবান এবং সেই মূল্যবান জিনিস এর ধ্বংস শুধুমাত্র রাগের কারণেই হয়েই মানুষ করে ফেলে।


★★"রাগের মাথায় ভয়ংকর সিদ্ধান্ত"★★


  • রাগ নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত না:-
আমি সবসময় বলবো যখন মানুষ রেগে থাকে তখন মানুষের হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। সেই কারণে রাগের মাথায় কোন সিদ্ধান্ত নেয়া উচিৎ নয়।

আমাদের জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অবশ্যই আমাদের মাথা ঠান্ডা করে এবং শান্তিপূর্ণভাবে নিতে হবে।

কিন্তু রাগের মাথায় ভয়ঙ্কর ধরনের সিদ্ধান্তগুলো আমরা নিয়ে ফেলি। যে কারণে পরবর্তীতে বিভিন্ন সম্পর্কের এবং আমাদের বিভিন্ন কাজের খুব বেশি ক্ষতি হয়ে যায়।
যে ক্ষয়ক্ষতি আমরা এড়াতে পারতাম।
যদি আমরা ঠান্ডা মাথায় কোন সিদ্ধান্ত নিতাম।

**একটা মানুষের যখন রাগ উঠে থাকে তখন সে চিন্তা করতে পারে না, কোনটা ভুল কোনটা সঠিক।
সেই কারণেই যখন আমাদের ভুল সঠিক নির্ধারণ করার অবস্থা থাকেনা।

তখন অবশ্যই সিদ্ধান্ত নেওয়া উচিত না।**

সকলকে জানাই আন্তরিক ভাবে ধন্যবাদ।
নিজেদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আমার পাশে থাকবেন।

Sort:  
 3 years ago 

হ্যা আপনি ঠিক বলেছেন,রাগের মাথায় কখনো কোন সিদ্ধান্ত নেওয়া ঠিক না ওই সিদ্ধান্তটা বিরাট বড় ভুল হতে পারে। তাই আমাদেরকে সৎঙ্গেয়ানে বিবেচনা করে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। যাতে নিজের ক্ষতি না হয় এবং অন্যের ক্ষতি না হয়। আমাদের সাথে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

যখন আমরা রাগান্বিত থাকি তখন ভালো মন্দের মাঝে পার্থক্য করা কঠিন হয়ে পড়ে। এবং তখন সিদ্ধান্ত নিলে সেটা কখনই সঠিক হয় না। এজন্যই আমাদের রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়া ঠিক না। এবং যে নিজের রাগ দমন করতে পারে সে একজন ধৈর্যশীল ব‍্যক্তি। নিজের রাগকে নিয়ন্ত্রণ করা অনেক কঠিন একটি কাজ। অনেক সুন্দর লিখেছেন ভাই।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

অবশ্যই রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত হয় ভয়ংকর এ ধরনের ভুল আমাদের সমাজে প্রায় সময় ঘটে থাকে আসলে রাগের মাথায় অনেক কিছুই করা যায় কিন্তু রাগটা থেমে গেলে পরে নিজেকেই আফসোস করতে হয় এজন্য আমাদের রাগের মাথায় কোন সিদ্ধান্ত নেওয়ায় ঠিক আপনি বিষয় খুব সুন্দর আলোচনা করেছেন আমার কাছে অনেক ভালো লেগেছে শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনি অসাধারণ একটা বিষয় নিয়ে লিখেছেন। এই রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত অনেক সময় সারা জীবনের কান্নায় রূপান্তর হয়। আমাদের আশাপাশেই এমন অনেক ঘটনা ঘটততে দেখা যায়। একটা মানুষ যে আর একটা মানুষকে খুন করে এটা একটা স্বাভাবিক মানুষ কখনোই পারবে না। কিন্তু একটা রাগী মানুষের ক্ষেত্রে এটা সম্ভব। আপনাকে অনেক ধব্যবাদ একটা গুরুত্বপূর্ণ পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।