সাতটি গাছের ডগার ফটোগ্রাফি By-@salmanabir ♪১০% লাজুক খ্যাক এর জন্য♪

in আমার বাংলা ব্লগ2 years ago

আচ্ছালামুয়ালাইকুম,


হ্যালো বন্ধুগন আশা করি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি,আবারো চলে আসছি নতুন ব্লগ নিয়ে। আমার নতুন ব্লগে আপনাকে স্বাগতম গতদিন ফটোগ্রাফি পোস্ট করছি আজকেও ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি।তবে আজকের ফটোগ্রাফি ভিন্নধর্মী। আমি ফটোগ্রাফি করতে অনেক ভালোবাসি। মাঝে মাঝে এমন হতো কোথাও ঘুরতে গেছি বন্ধুদের সাথে ওদের ছবি তুলে দিতে দিতে আমার নিজের কোন ছবি তোলা হয় না। যখন ওদের ছবি আপলোড করে তখন মন খারাপ হয়ে, একদিক থেকে ভালো লাগে যখন ফটোর সম্পূর্ণ ক্রেডিট আমি পাই।আজকে যে ফটো শেয়ার করব তা হলো গাছের কচি পাতা অথবা ডগা।আশা করি আপনাদের দেখে ভালো লাগবে

📸আলোকচিত্র📸- ০১

IMG_20220518_190319.jpg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iP5EQNf9UhgoCRXfwUz17YQAKX13QameeYo9G5k1jxErds3ajiK4Urb2XheQwne75zqnxKeZJYn.png

বটগাছের ডগা, সাথে পিপড়া জড়ানো, এই ডগা থেকেই আস্তে আস্তে একদিন পাতা হয়। বট গাছের পাতা হয়ত অনেকেই দেখছেন এই পাতা গুলো অনেক বড় বড় হয়। ছোটবেলা যখন খেলাধুলা করতাম তখন এই পাতা প্লেট বানাতাম কারণ পাতার আকার অনেক বড়।

📸আলোকচিত্র📸- ০২

IMG_20220518_183529.jpg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iP5EQNf9UhgoCRXfwUz17YQAKX13QameeYo9G5k1jxErds3ajiK4Urb2XheQwne75zqnxKeZJYn.png

রেইনট্রি গাছের ডগা,ডগাগুলো দেখতে অনেক সুন্দর। পাতার থেকে ডগা অনেক ভালো লাগে।ছবি তুলতে গিয়ে আমার খুবই ভালো লাগছে, কচি পাতা গুলো এত সুন্দর আগে কখনো দেখা হয় নায়। আজকেই প্রথম এত কাছ থেকে দেখলাম।

📸আলোকচিত্র📸- ০৩

IMG_20220518_183556.jpg

তুলা গাছের ডগা,পাতা গুলো মোটামুটি লম্বা হয় যখন বড় হয় তখন অন্যরুপে দেখা যায়। সর্বশেষ এই ছবিটা তুলতে গিয়া পাতাটাই ভেংগে গেছে। একটু সুন্দর করে তুলতে গিয়া পাতাটাই নাই হয়ে গেলো।

📸আলোকচিত্র📸- ০৪

IMG_20220518_183308.jpg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iP5EQNf9UhgoCRXfwUz17YQAKX13QameeYo9G5k1jxErds3ajiK4Urb2XheQwne75zqnxKeZJYn.png

মেহগনি গাছের ডগা, এই পাতা গুলো ছোট সময় একটু লাল বর্নের থাকে। যখন বড় হয় তখন একেবারে সবুজ হয়ে যায় এবং অনেক লম্বা হয়ে যায়।

📸আলোকচিত্র📸- ০৫

IMG-20220518-WA0005.jpg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iP5EQNf9UhgoCRXfwUz17YQAKX13QameeYo9G5k1jxErds3ajiK4Urb2XheQwne75zqnxKeZJYn.png

জাম গাছের ডগা,জাম গাছের পাতা একটু বেশী পুরো হয়ে থাকে আকারে ছোট হয়ে থাকে।পাতা ভাংতে চাইলে ভাংগে না এর মানে পাতা টাটকা না।

📸আলোকচিত্র📸- ০৬

IMG-20220518-WA0001.jpg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iP5EQNf9UhgoCRXfwUz17YQAKX13QameeYo9G5k1jxErds3ajiK4Urb2XheQwne75zqnxKeZJYn.png

চাম্বল গাছের ডগা,এই পাতা গুলো আমার দেখা সব থেকে ছোট পাতা। আমরা বলি সেমাই পাতা মনে আছে আপনাদের ছোটবেলা যখন হাড়িপাতিল নিয়ে খেলা করতেন তখন এই পাতা দিয়ে সেমাই রান্না করা হত।

📸আলোকচিত্র📸- ০৭

IMG-20220518-WA0000.jpg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iP5EQNf9UhgoCRXfwUz17YQAKX13QameeYo9G5k1jxErds3ajiK4Urb2XheQwne75zqnxKeZJYn.png

জবা ফুল গাছের ডগা,পাতা গুলো বেশ মোটামুটি গোলাকার হয়ে থাকে তবে পাতার পাশে একটু কাটা কাটা থাকে । আজকে এটাই ছিল শেষ ছবি।

ফটোমেকারআবির
ডিভাইসpoco x3
পোস্ট ধরণফটোগ্রাফি

লোকেশন

আমার দেখানোর মতো এতটুকুই ছিল, আবার দেখা হবে কথা হবে নতুন কোন ব্লগে । ভালো থাকুন সুস্থ্য থাকুন এই কামনা করেই আজকের ব্লগ এখানেই শেষ করছি।

               💕আল্লাহ হাফেজ💓 

ভালোবাসায়

@salmanabir

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM.gif

Sort:  
 2 years ago 

সাতটি গাছের ডগার ফটোগ্রাফি দেখতে পেরে অনেক ভালো লাগলো ভাইয়া। আপনি সবসময় অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আজকেও আপনার ফটোগ্রাফির মধ্যে নতুন কিছু দেখতে পেলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সব কিছু আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যের কারনে। কারণ প্রতিটা মন্তব্য আমাকে অনেক উৎসাহিত করে।

 2 years ago 

ভাই আপনি এমন একটা ফটোগ্রাফি পোস্ট উপহার দিয়েছেন যা সত্যি ভালো না লেগে উপায় ছিলোনা। প্রশংসার দাবি রাখে এতটাই ভাল লেগেছে। প্রত্যেকটা গাছের মুকুল যেন কথা বলছে। আর এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদেরকে উপহার দেওয়ার জন্য, আপনার প্রতি রইল আন্তরিক অভিনন্দন।

 2 years ago 

আমি সবসময় চেষ্টা করি আপনাদের ভালো কিছু উপহার দিতে, তবে যখন আপ্নারা বলেন যে ভালো হইছে তখন আরো আগ্রহ বেড়ে যায়

 2 years ago (edited)

ভাই আমি ব্যক্তিগতভাবে ফটোগ্রাফি অনেক পছন্দ করি কেননা ফটোগ্রাফি করলে প্রকৃতির মধ্যে মিশে যাওয়ার একটি সুযোগ তৈরি হয় যেটি আমার খুবই পছন্দের। আপনার ফটোগ্রাফি পোস্টটা আমার কাছে খুবই ভালো লাগছে বিশেষ করে ২ নাম্বার ফটোকপি টা আমার সবচেয়ে ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ফটোগ্রাফি করতে আমি অনেক ভালোবাসি, একটু সুজোগ পেলেই আমি ফটোগ্রাফি করি।আমার ফটোগ্রাফি আপ্নার কাছে ভালো লাগছে এটা খুবই আনন্দের খবর

 2 years ago 

ভাই আপনি খুব সুন্দর করে সাতটি গাছের ডগার ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি খুব সুন্দর ছি।ল কিন্তু চাম্বল গাছ আগে কখনো দেখিনি ।আজ আপনার পোস্টের মাধ্যমে দেখে নিলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিন্নধর্মী ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

আপু আপনি এক পারসন যে আপনার মন্তব্য আমার প্রতিটা পোস্টে আছে, কিন্তু দুঃখের বিষয় আপনার সাথে আমার এখনো কথা হয় নায়। আপনি কখন ডিসকোর্ডে এক্টিভ থাকেন🤔

 2 years ago 

টাবাহ ভাই আপনি খুব সুন্দর করে সাতটি গাছের ডগার ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি বেশ অসাধারণ হয়েছে। আজকে আমি নতুন একটি ফটোগ্রাফি পোস্ট দেখলাম গাছের ডগার ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনাদের জন্য নতুন একটি ব্লগ তৈরী করলাম, এক্টু ভিন্ন চিনতা করে।আপনার সুন্দর মন্তব্য পেয়ে আরো বেশী ভালো লাগল

 2 years ago 

এক কথায় অসাধারণ ভাই। ভিন্ন রকম কিছু ফটোগ্রাফি দেখলাম। আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনি খুব সুন্দর করে বিভিন্ন গাছের ডগার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। বিষয়টি আমার কাছে অনেক ইউনিক লেগেছে।খেসারি খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন আপনি। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ভাই সব কিছু আপনাদের ভালোবাসায় এবং সাপোর্ট এর কারণে কারনেই নতুন আইডিয়া তৈরী হয়। ভালোবাসা রইল ভাই

 2 years ago 

ভাইয়া আপনার আজকে ফটোগ্রাফি পোস্ট অনেক ইউনিক ছিল। সত্যি আপনি প্রশংসার দাবিদার কারণ আপনি অনেক ভাল ফটোগ্রাফি করেন। আমার কাছে রেইনট্রি গাছের ডগা খুবই ভালো লেগেছে এবং সবগুলোই ভাল লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটা পোষ্ট শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

রেইন্ট্রি গাছের ডগাটা আমার কাছেও অনেক ভালো লাগছে, এই ছবিটা তুলতে অনেক সময় লাগছিল কেননা বাতাস থাকার কারণে ভালো ক্যাপচার করতে পারতে ছিলাম না

 2 years ago 

আমার একেই অবস্থা ভাইয়া কোথাও গেলে বন্ধুদের ফটো তুলতে হাঁপিয়ে উঠি, যাই হোক আপনার আজকের ফটোগ্রাফি গুলো দেখে অবাক হয়ে গেলাম, গাছের ডগার কচি কচি পাতা গুলোর চমৎকার ভাবে ফটোগ্রাফি করেছেন, বট গাছের ছবিটি আমার খুবই ভালো লেগেছে, ছোট ছোট পিঁপড়া গুলো অনেক সুন্দর দেখাচ্ছে, আপনি অনেক দক্ষতা পূর্ণ ফটোগ্রাফার ভাইয়া, শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

ফটোগ্রাফারদের কপাল এমনি হয় নিজের কোন ফটো থাকে না,বন্ধুদের ছবি দিয়ে এলব্যাম পূর্ন হয়।

 2 years ago 

সত্যিই ভাই আপনার ফটোগ্রাফি থিম একদম আলাদা। এভাভে ডগার ছবিগুলো এতো সুন্দর করে তুলেছেন প্রশংসা করতেই হবে! তবে চাম্বল গাছের নাম আমি কখনও শুনিনি। নতুন একটি গাছের দেখা পেলাম আজকে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

চাম্বল গাছ অনেক বড় বড় হয়ে থাকে এর কাঠ তেমন মজবুত হয় না,অল্পতেই নষ্ট হয়ে যায় এর পাতা একদম ছোট ছোট।

 2 years ago 

খুবই ইউনিক ধরনের ফটোগ্রাফি ছিলো এটি। বেশ ভালো লেগেছে ভাই। আমি এর আগেও আপনার অনেক ফটোগ্রাফি দেখেছি। আপনি দারুণ দারুণ সব ছবি তুলেন। এতো সুন্দর ছবি আমাদের উপহার দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে ভাই। শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

আপ্নাকেও অনেক অনেক ধন্যবাদ সবসময় উৎসাহিত করার জন্য,ভালোবাসা রইল

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 69671.74
ETH 3835.28
USDT 1.00
SBD 3.49