গান কভারঃ- “পূর্ণিমা চাঁদ আর তাঁরার মেলা আকাশে”
সবাই কেমন আছেন??
আমি@samhunnahar।
আমি আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশ থেকে।
প্রিয় বাংলা ব্লগ বাসিরা আজ আমি নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজও আমি নতুন একটি গান কভার আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা সবাই আগেও জেনেছেন আমি গান শুনতে যেমন পছন্দ করি তেমনি গান গাইতে ও অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে চেষ্টা করি পোস্টের মধ্যে ভিন্নতা আনার। চেষ্টা করি কয়েক দিন পর পর একটা গান কভার শেয়ার করার। সেই চিন্তা ধারায় আজ আবারও আমি নতুন আরেকটি গান কভার নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমার গানটি হচ্ছে একটি ভাল লাগার গান বা প্রেমের গান বলেন। গানটি আমার ভীষণ ভালো লাগে। এই গান আমি ছোট বেলায় অনেক গাইতাম। এছাড়া স্কুলে কিংবা কোন অনুষ্টানে শোনাতাম গেয়ে। গান টি আমার অনেক ভাল লাগত এক সময়। সব সময় শোনে শোনে থাকতাম। তখকার অনেক জনপ্রিয় একটি গান ছিল।
“পূর্ণিমা চাঁদ আর তাঁরার মেলা আকাশে , শুধু তুমি নেই এ সময়ে আমারই পাশে” গানটি আমার খুব পছন্দের একটি গান। আসলে এই ধরনের গান গুলো আমার খুব ভালো লাগে। শুনতে যেমন ভালো লাগে তেমনি গান কভার করতে পারলে আরো বেশি ভালো লাগে। প্রেমের গান/বিরহের গান গুলো সাধারণত আমি অনেক পছন্দ করি। কেন জানিনা এত ভালো লাগে শুনলে মনের মধ্যে একটা ভিন্ন ধরনের অনুভূতি অনুভব করি। সেই ভাল লাগা থেকেই আমার গান কভার করা। গান কভার করে যদি আপনাদের সবার সাথে শেয়ার করতে পারি তাহলে আরো বেশি ভালো লাগে। তাই চেষ্টা করেছি গান গেয়ে আপনাদের সাথে শেয়ার করার। আশা করি আমার আজকের গান আপনাদের ভালো লাগবে। তাহলে আপনাদের সাথেই আমার আজকের গাওয়া গানটি শেয়ার করে নিচ্ছি।
গানের কিছু তথ্য

গান-“পূর্ণিমা চাঁদ আর তাঁরার মেলা আকাশে”
শিল্পী- সনু নিগম।
আমার আজকের গান কভার লিংক
[গানের লিরিক্স]

শুধু তুমি নেই এ সময়ে আমারই পাশে
পূর্ণিমা চাঁদ আর তাঁরার মেলা আকাশে
শুধু তুমি নেই এ সময়ে আমারই পাশে
পূর্ণিমা চাঁদ আর তাঁরার মেলা আকাশে
তুমি ছাড়া এই জীবন ধু ধু মরুভূমি
তুমি পাশে থাকলে শুধু মৌসুমী
তুমি ছাড়া এই জীবন ধু ধু মরুভূমি
তুমি পাশে থাকলে শুধু মৌসুমী
এখন অনেক রাত, দু'টি চোখে ঘুম নেই
তোমাকেই ভাবছি বসে বসে
পূর্ণিমা চাঁদ আর তাঁরার মেলা আকাশে
শুধু তুমি নেই এ সময়ে আমারই পাশে
পূর্ণিমা চাঁদ আর তাঁরার মেলা আকাশে
কত কিছু আসে যায়, আসো না তো তুমি
তুমি কাছে আসলেই সুখী হবো আমি
কত কিছু আসে যায়, আসো না তো তুমি
তুমি কাছে আসলেই সুখী হবো আমি
এখন অনেক রাত, আশেপাশে কেউ নেই
তোমাকেই ভাবছি বসে বসে
পূর্ণিমা চাঁদ আর তাঁরার মেলা আকাশে
শুধু তুমি নেই এ সময়ে আমারই পাশে
পূর্ণিমা চাঁদ আর তাঁরার মেলা আকাশে
শুধু তুমি নেই এ সময়ে আমারই পাশে
পূর্ণিমা চাঁদ আর তাঁরার মেলা আকাশে
সোর্স
সমাপ্তি-@samhunnahar
| আজ এখানে আমার গান সমাপ্তি করছি। আশা করি আমার আজকের গান কভার সকলের ভাল লেগেছে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন। |
|---|
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা।আমার ইউজার আইডি@samhunnahar।আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে।আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে অনেক ভালবাসি।আমি রান্না করতে পছন্দ করি।ভ্রমণ আমার প্রিয় একটি নেশা।আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি।ফটোগ্রাফি করা আমার শখের।এছাড়া কবিতা লিখতে আমার অনেক ভাল লাগে।গান গাওয়া আমার স্বপ্ন।আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত।তাই আমি আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
💘আল্লাহ হাফিজ সবাইকে। আবার দেখা হবে অন্য একদিন নতুন কোন টপিক্স নিয়ে।💘



আপু আপনার কন্ঠ আগে কখনো গান শুনি নি। কিন্তু যত বার এই গানটি শুনছি আমার ভীষণ ভালো লাগছে । মুগ্ধ হয়ে শুনছিm এই গান শোনার পর আমি নতুন করে আপনার ফ্যান হয়ে গেলাম ।যেমন কন্ঠ তেমন আপনার প্রতিটা উচ্চারণ, জাস্ট অসাধারণ। আপনার জন্য শুভকামনা রইল আপু ।আশা করি সব সময় এমন সুন্দর সুন্দর গান আমাদের মাঝে উপহার দিবেন
বেশ উৎসাহ পেয়েছি আপু আপনার মতমত পেয়ে। অনেক ধন্যবাদ আপু অনুপ্রেরণ দেওয়ার জন্য।
আপু আপনার মিষ্টি গলায় গান শুনে হৃদয় জুড়িয়ে গেল। সত্যি আপু আপনার গানের গলা অসাধারণ। আসলে যারা গান গাইতে পারে তারা যে কোন গান সুন্দরভাবে উপস্থাপন করতে পারে। সত্যি আপু আপনি দারুন ভাবে গান গেয়ে উপস্থাপন করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই গানটি গেয়ে উপস্থাপন করার জন্য।
প্রতিবার আপু আপনি আমার গান কভার গুলো শুনেন এবং অনেক বেশি উৎসাহ দেন এটাই হচ্ছে আমার কাছে যথেষ্ট। আর কি লাগে বলেন এর চেয়ে!
গান হলো মনের খোরাক যা মনকে অনেকটা আনন্দে রাখে ৷ আমিও মাঝে মধ্যে গান গাই ৷ তবে খুব একটা না ৷ গান বিহীন জীবন যেন যায় না ঠিক এমন মনে হয় ৷
যা হোক আপনার গলার কন্ঠ বেশ চমৎকার ৷ আমি মনযোগ দিয়ে শুনছিলাম ৷ অনেক সুন্দর ছিল আপু এরকম সুন্দর একটি গান পরিবেশনা করার জন্য অনেক অনেক ধন্যবাদ ৷
আপনি ঠিক বলছেন গান হচ্ছে মনের খোরাক, যারা যতই বেশি গান শুনেন তাদের মন ততো বেশি সুন্দর।
এ গানটি আমার কখনো শোনা হয়নি আপু! তবে গানটি যে ক্লাসিক তা বুঝায় যাচ্ছে! আপনি অসাধারণভাবে গানটি কভার করেছেন আপু 🌼🦋। খুব ভালো লাগলো আপনার গানটি শোনে 💟
এই গান আমি অনেক ছোটবেলা থেকে শুনে আসছি এবং এখনো অনেক ভালো লাগে।
গান শুনতে আর কারো না ভালো লাগে আপু। তার মধ্যে আপনার মত এত সুন্দর মিষ্টি গলায় যদি গান শোনা যায় তাহলে তো মনটা আরো ভালো হয়ে যায়। আপনারা গানটি শুনে মনটা ভালো হয়ে গেল আপু। অনেক ধন্যবাদ এতো সুন্দর গান আমাদের উপহার দেয়ার জন্য।
অনেক ভালো লেগেছে আপু। আমার গান দিয়ে যদি আপনার মন ভালো করা যায় তাহলে আমি আরো সুন্দর সুন্দর গান কভার করবো।
বরাবরই আপনি খুব সুন্দর গান করেন।ভালোই লাগে শুনতে।গানটা আসলেই বেশ সুন্দর। এর আগে গানটা শুনেছি বলে মনে হয় না,যদিও আমি গান শুনি।ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে সুন্দর গান গেয়ে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু আপনাকে আমার গান শুনে সুন্দর মতামত দিয়েছেন আমার অনেক ভালো লেগেছে।
পূর্ণিমা চাঁদ আর তাঁরার মেলা আকাশে এই গান আপনার কন্ঠে শুনে ভীষণ ভালো লাগলো। আমিও আপনার মতো মাঝে মধ্যে গান গাইতে পছন্দ করি। আপনার পোস্ট ভিজিট করে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপু।
আপনার গান কভার সব সময় শুনি অনেক ভাল লাগে শুনতে। অনেক ধন্যবাদ আপনাকে মতামত দিয়ে সহযোগিতা করার জন্য।
https://steemit.com/hive-129948/@samhunnahar/5yxs3s
ওয়াও আপু আপনি অনেক সুন্দর একটি গানের কভার করেছেন। গানটি আমার কাছে অনেক ভালো লাগে আমিও মাঝে মাঝে শুনি। আপনার মিষ্টি গলায় সুন্দর একটি গান শুনতে পেলাম। এরকম আরো সুন্দর গান আমাদের মাঝে উপহার দিন । ধন্যবাদ আপনাকে আপু
এভাবে সব সময় মতামত দিয়ে সহযোগিতা করবেন আপু অনেক ধন্যবাদ।