You are viewing a single comment's thread from:
RE: কালীপুজো ১৪২৯ : পূজা পরিক্রমা পর্ব ০৩
আপনার পোস্টের বর্ণনা থেকে যা জানতে পেরেছি এবারের কালী পূজার মধ্যে পুরাতন কিছু জিনিস রাখা হয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখা অনেক ভাল মনে করি যদিও থিম আহামরি না হলেও।বেতের কুলা,তাল পাতার পাখা, নঁকশী কাপড়,মাটির ঘঁট এগুলো সব গ্রাম বাংলার ঐতিহ্য।আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য গুলো দিন দিন হারিয়ে যাচ্ছে।তবে এভাবে যদি বিভিন্ন পূজার অনুষ্ঠানের মাধ্যমে কিংবা গ্রামের যেকোন অনুষ্ঠানে গ্রামের হারিয়ে যাওয়া ঐতিহ্য গুলো তুলে ধরা হয় তাহলে আমাদের পরের প্রজন্মরা জানতে পারবে।