You are viewing a single comment's thread from:

RE: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি।

in আমার বাংলা ব্লগ2 months ago

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কথাটি শুনলেই গা হিমশিম খেয়ে যায়। বর্তমান সময়ে খাওয়া-দাওয়া খুবই কঠিন হয়ে যাচ্ছে। বিশেষ করে যারা মধ্যবিত্ত শ্রেণীর লোকজন আছে তারাই বেশি কষ্ট পাচ্ছে। আগে ১০০ টাকা কিংবা ৫০০ টাকা নিয়ে বাজারে গেলে বেশ ভালোই বাজার করা যেত। কিন্তু এখন হাজার টাকা নিয়েও বাজারে গেলে আপনার পলিথিনের নিচেই কিছু রাখা সম্ভব না। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। যদিও কৃষি বিজ্ঞানের বিবর্তনের ফলে হাইব্রিড জাতীয় অনেক কিছু উৎপাদন হচ্ছে। কিন্তু এত জিনিস যায় কোথায় এবং এত দাম কেন নেই কিছু বোঝা যায় না। আমাদের দেশে কিছু অসাধু ব্যবসায়ী আছেন যারা অনর্থক দ্রব্য পণ্য রিজার্ভ করে রাখে এরপরে বেশি দাম দিয়ে বিক্রয় করে। প্রয়োজনে গুদামের র মধ্যে তারা জিনিস গুলো পচিয়ে ফেলে। তারপরও কিন্তু ছেড়ে দেয় না কম দামে। আজকের মানবতা কোথায়? যাক অবশেষে আমাদেরকেই বাঁচতে হবে। দ্রব্যমূল্য বেশি হলেও আমাদেরকে খেতে হচ্ছে। বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে দুঃখের বিষয়।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 70958.91
ETH 3798.27
USDT 1.00
SBD 3.46