You are viewing a single comment's thread from:

RE: গ্রামের মেঠো পথ ধরে কাঁধে লাঙ্গল নিয়ে হেঁটে যাওয়া একটা লোকের প্রতিচ্ছবি ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ2 months ago

চমৎকারে এঁকেছেন দাদা আপনি গ্রামীণ মেঠো পথ ধরে কাঁধে লাঙ্গল নিয়ে হাঁটা লোকের প্রতিচ্ছবি। গ্রাম বাংলার বৈচিত্র খুবই সুন্দর। যদিও কালের বিবর্তনে সবকিছু হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। কিন্তু সেই প্রতিচ্ছবি গুলো আমরা কিছুতেই বলতে পারি না। যেহেতু আমরা গ্রামে বড় হয়েছি। গ্রামের চিত্রগুলো সব সময় আমাদের মনের মধ্যে ভেসে বেড়াই। আর গ্রাম বাংলার বৈচিত্র মানে হচ্ছেই সেই হারিয়ে যাওয়া চিত্রগুলো। আমরা যতই আধুনিক হই না কেন গ্রাম বাংলার চিত্র ভুলতে পারিনা। আমাদের এত সুন্দর বিবর্তন এত সুন্দর আবিষ্কার কৃষি কে কেন্দ্র করে। আমাদের গ্রাম বাংলার প্রধান আইনের উৎস ছিল কৃষি। তবে এখনো কৃষি নির্ভর নয় সেটা বলা যাবে না। যদি উৎপাদন না হয় তাহলে আমরা খেতে পারব না। কারণ কতটুকু বা আমদানি করার সামর্থ্য আছে আমাদের দেশের। আপনি এত সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন যেটা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে। আর কালার কম্বিনেশন আপনি খুব সুন্দরভাবে করেছেন। আপনার চিত্রাংকন গুলো সব সময় আমার ভালোই লাগে। অনেক ধন্যবাদ দাদা আপনাকে।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.13
JST 0.032
BTC 61285.21
ETH 2922.72
USDT 1.00
SBD 3.66