You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগের সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট ২৮-০৪-২০২৪

in আমার বাংলা ব্লগlast month

সাপোর্ট বিহীন ইউজারদেরকে সাপোর্টের আওতায় আনা মানে অনেক আনন্দের একটি খবর। কারণ এখানে আমরা সবাই কাজ করি কম বেশি একটু সাপোর্ট পাওয়ার জন্য। যখন সাপোর্ট কম পাওয়া যায় তখন সত্যি বেশ খারাপ লাগে যেটা আমার নিজের অনুভূতি থেকে বললাম। তবে বিভিন্ন কারণেই সাপোর্ট কম পাও আবার বেশি পাওয়া সেগুলো হচ্ছে বিভিন্ন সমস্যার কারণে হয়ে থাকে যেটা আমাদের পোস্টের সমস্যাও থাকতে পারে। কিন্তু যখন একজন ইউজার কে সাপোর্ট বিহীন দেখে তাকে আবার সাপোর্ট দেওয়া হয় এটা দেখে অনেক ভালো লাগে। কারণ আমার বাংলা ব্লগ কমিউনিটি এমন একটি কমিউনিটি কখনো ইউজারকেই ঠকাই না এবং ইউজার কে সাপোর্ট বিহীন রাখেনা। যদিও ইউজার বেশি হওয়ার কারণে মাঝে মধ্যে একটু সাপোর্ট কম করে সেটা স্বাভাবিক। যখন এত মহৎ উদ্যোগ গুলো দেখা যায় তখন আরো সম্মান বেশি বেড়ে যায়।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 68905.09
ETH 3808.71
USDT 1.00
SBD 3.48