প্রতিটি জীব জাতীয় জিনিসের খাবারের প্রয়োজন। যেমন মানুষের খাবারের প্রয়োজন তেমনি গাছপালারও খাদ্যের প্রয়োজন হয়। প্রতিনিয়ত পানি দিলে গাছ গুলো সতেজতা ফিরে পাই। বেশ ভালো লেগেছে আপনার বাগানের ফুল গুলো। খুব সুন্দরভাবে ক্যাপচার করে শেয়ার করলেন অনেক ধন্যবাদ।