You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৪৭

in আমার বাংলা ব্লগ2 months ago

বিদায় বেলায় অশ্রু ঝরে,
মুক্তি! বিদায় বন্ধুত্ব তরে !!
ভালো থেকো তোমরা সবে।
বিদায় নিলাম আমি তবে ,
মনের ভিতর কালবৈশাখী ঝড়ে।
এই জীবনে হারিয়ে গলো,
অনেক প্রিয়জন।
হারাতে হারাতে শক্ত হৃদয় ,
কঠিন হয়েছে মন।
কিছুর অস্তিত্ব নেই যেনো আজ,
নেইকো কোনো মান অভিমান ।
সময় হলো অনেক এবার এ,
সমুদ্র হয়েছে বিরামহীন সমান ।
মায়া বেড়ে কি করে থামাবে ,
বিদায়ের হৃদয়ে তোলপাড় দোলে ৷