শুটকি ভুনার এমন সুন্দর ও লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।সত্যি বলতে, শুটকি ভুনার গরম গরম স্বাদ আর সুগন্ধই একদম অন্যরকম।শুটকির মশলাদার ঝালঝাল স্বাদ যারা পছন্দ করেন, তাদের জন্য এটা একেবারে পারফেক্ট রেসিপি। আপনার রাঁধার কৌশল এত চমৎকার যে মন চাইছে এখনই প্লেট হাতে নিয়ে বসে যাই।
হা হা হা আপু বসে পড়ুন তারাতাড়ি, ধন্যবাদ আপনাকে।