যশোর ভ্রমণের বর্ণনা পড়ে মনে হলো যেন আমিও সেই ট্রেনযাত্রার সঙ্গী ছিলাম।সবুজ মাঠ, গান, আড্ডা ,একটা প্রাণবন্ত পরিবেশের ছবি গুলো দেখে যেন চোখের সামনে ভেসে উঠলো। বিনোদিয়া পার্কের বিবরণও বেশ চমৎকার! জলপরীর মূর্তি, মিনি চিড়িয়াখানা, বিশাল দাবা কোট,সব মিলিয়ে সত্যিই দারুণ একটা জায়গা। লটারি জেতার আনন্দ আর পাঁচ-ফোঁরনে জম্পেশ খাওয়া-দাওয়া—সবকিছু একসাথে অসাধারণ একটা অভিজ্ঞতা মনে হলো , ধন্যবাদ।