You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৬১
চাঁদের আলো ভাসে নিঃশব্দ রাতে,
মনের কোণে বাজে প্রেমের মধুরাতে।
তুমি এলে মনে জ্বলে এক আলো,
স্বপ্নে ভাসে তোমার হাসির ভালো।
হৃদয় বলে, তুমি আমার অন্তর-জান,
প্রাণের বীণে বাজে শুধুই তোমার গান।
তোমার স্পর্শে ভেসে যায় দুঃখ সকল,
ভালোবাসা গড়ে ওঠে গভীর অরণ্যে।