RE: নতুন আলোর নতুন ভোরে - নতুন রূপে সাজবে নতুন আমার বাংলা ব্লগ
এতগুলো বছর একসঙ্গে কাটিয়েছি সবার সঙ্গে আনন্দ বেদনা দুঃখ সব কিছুই ভাগ করেছি। আমার বাংলা ব্লগ একটি পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটি শুরু থেকেই এই পরিবারে ছিলাম। আপনাদের কাছ থেকে ভাই অনেক কিছু শিখেছি বাংলা ভাষা নিয়ে অনেক কিছু জানতে পেরেছি শিখতে পেরেছি। শেষ পর্যন্ত লিখে যাব কি পেলাম কি পেলাম না সেটা বড় বিষয় না। কারণ ভালোবাসা একদিনে সৃষ্টি হয় না। একটু একটু করে এই ভালোবাসা মনের ভেতরে গেঁথে গেছে। এই পরিবারকে কখনোই ভোলার নয় এবং মানুষগুলোকেও কখনো মন থেকে মুছে ফেলতে পারব না।আপনি সব সময় আমাদের একজন প্রিয় হাফিজ ভাই ছিলেন এবং মনের কোঠায় হাফিজ ভাই হিসেবেই থাকবেন।আপনার পোস্টটি যখন পড়ছিলাম তখন খুব কষ্ট লাগছিল বারবার মনে হচ্ছিল আমার বাংলা ব্লগ থাকবে না এই প্রিয় মানুষগুলো থাকবে না। তবে সব সময় দোয়া রইল আমার প্রিয় বাংলা ব্লগের সকল ভাই-বোনদের জন্য।
সেটাই আপু, সকল অপ্রাপ্তির হিসেব যেমন করতে নেই ঠিক তেমনি সকল প্রাপ্তির হিসার করাও অনুচিত। ভালোবাসার জায়গাগুলোতে ভালোবাসা থাকুক, সেটাই হয়তো সবার জন্য ভালো হবে। ভালোবাসা রইল।