এই ধরনের ফোল্ক আর্টগুলো দেখতে বেশ ভালো লাগে। আমিও এঁকেছিলাম কিছুদিন আগে ফোল্ক আর্ট। আসলে এটা একদম ঠিক বলেছেন দেখে যত টা সহজ মনে হয় ততটা সহজ নয় এই ধরনের ফোল্ক আর্ট আঁকা ।তবে আপনি বেশ সুন্দরভাবে আর্টটি করেছেন বেশ সুন্দর হয়েছে দেখতে। তাইতো দেখতে বেশ সুন্দর লাগছে।
জি আপু। আপনার আর্ট টি দেখেই ট্রায় করার ইচ্ছে হয়েছিলো।