You are viewing a single comment's thread from:

RE: সন্তানের ওপর গুরুজনদের প্রভাব।। জেনারেল রাইটিং||

in আমার বাংলা ব্লগlast year

বাচ্চারা বাসার বড়দের দেখেই শেখে। তাই বড়রা যদি সচেতন হয় সকল বিষয়ে তবে তারাও সুন্দর মানষিকতা নিয়ে বড় হয়। কিন্তু একক পরিবারে বেশিভাগ মায়েরাই মোবাইল ফোনে ব্যস্ত রাখেন বাচ্চাদের/ ফলে বাচ্চারাও আসক্তি হয়ে পরছে মোবাইল বা টেলিভিশনের প্রতি।।বাচ্চাদের বড় করার ক্ষেত্রে সব চেয়ে বেশি প্রয়োজন তার সাথে কোয়ালিটি টাইম কাটানো। অরিপ্রাক মামনীর জন্য অনেক অনেক ভালোবাসা। আর দোয়া করি যেন সে মানুষের মতো মানুষ হয় । মানুষের জন্য কাজ করে যায়।

Sort:  
 last year (edited)

হ্যাঁ আপু। ঠিকই বলেছেন। সময়ের সাথে সাথে বাচ্চাদের আগে বড়রাই বিগড়ে গেছে। বাচ্চারা আর কিভাবে ঠিক থাকবে?

অনেক ধন্যবাদ আপু, সুন্দর করে গুছিয়ে বললেন। ভালোবাসা নেবেন আপু।