আমারও শবেবরাতের মুল আকর্ষন ছিল বুটের বরফি আর চালের রুটি।খেতে কি যে মজা। অনেকদিন খাওয়া হয়নি। আপনার রেসিপিটি দেখে খেতে ইচ্ছে করছে। তবে এই হালুয়া বানাতে গেলে হাতের বারোটা নাড়তে নাড়তে। তবে খেতে কিন্তু দারুন মজা।আপনার বুটের বরফি একেবারেই পারফেক্ট হয়েছে দেখে মনে হচ্ছে।
একদম আপু!! হাতের অবস্থা খারাপ হয়ে যায় নাড়তে নাড়তে!!