নিজের ঘর প্রতিটি মানুষের অনেক প্রিয়। সকল শান্তি যেন এই ঘরের মধ্যে। বাহিরে যত মন খারাপের ঘটনাই ঘটুক না কেনো ঘরে আসলেই শান্তি লাগে। আর এই ঘরের শান্তি কিছু কিছু সদস্যদের জন্য অশান্তিতে রুপ নেয়। কিন্তু ঘরের কোন সদস্যদেরই এমন কোন কাজ করা ঠিক নয় যেনো ঘর আশান্তিতে পরিণত হয়।