শৈশব মানেই আনন্দ আর আনন্দ। প্রতিটি মানুষেই কম বেশি বলে থাকেন, আবার যদি শৈশবে ফিরে যেতে পারতাম!! তবে সবার কাছেই ডিসেম্বর মাসটা অন্য রকম। পরীক্ষা শেষে পড়া লেখার চাপ থাকত না। বন্ধু-বান্ধবের সাথে ঘুরাঘুরি-আড্ডা। আর এই সময়টাতে আত্মীয় স্বজনের বাড়ীও ঘুরে আসা হতো। আনন্দময় ছিল সেই দিন গুলো। শৈশবের ডিসেম্বর শিরোনামে পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্যা আপনাকে অনেক ধন্যবাদ।