You are viewing a single comment's thread from:
RE: ময়লা বিক্রি করে পরিষ্কার বাংলাদেশ গড়া: একটি কার্যকর প্রস্তাব।।
বেশ সুন্দর একটি প্রস্তাব করেছেন। এই উদ্যোগ নেয়া হলে সরকারীভাবে তবে অল্প কিছুদিনের মধ্যেই আমাদের দেশের চেহারা পালটে যাবে। এই ধরনের একটি প্রস্তাব সেই দিন টেলিকম ও ডিজিটাল উদ্ভাবনী মেলায় একটা স্টলের ছিল। যার নাম Scrap Venture। তারা বাসাবাড়ি চেয়ে ম্যলা কিনবে। এবং তাদের একতি এ্যাপও থাকবে।
এই উদ্যোগ গ্রহন করলে খুবই তারাতারি সফলতা আসবে।