কবি কন্ঠে কবিতা আবৃত্তির ভিডিও চিত্র ||~~



আসসালামু আলাইকুম/আদাব



কবি কন্ঠে কবিতা আবৃত্তির ভিডিও চিত্র -


বন্ধুরা আমি নীলাঞ্চলের সেলিনা সাথী। বাংলাদেশের নীলফামারী জেলা থেকে।। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ও বেশ ভালো আছি। আর আপনারা সবাই সব সময় ভালো থাকবেন। সুন্দর থাকবেন। সমৃদ্ধ হবেন, এটাই প্রত্যাশা করি।

IMG-20240422-WA0017.jpg


বন্ধুরা আজ আবারও আপনাদের জন্য আমার স্বরচিত একটি কবিতার ভিডিও চিত্র নিয়ে হাজির হলাম। নিজে নিজেই নিজের ভিডিও করলাম আজ। বেশ কিছুদিন ধরে বাড়ি থেকে বের হই না। আর তাই কেমন যেন একঘেয়েমি লাগছিল। কোন কাজ করতে মন বসছিলো না। কেমন যেন ছটফট করছিলাম আজ সারাটা দিন। অনেকগুলো কথা মনে পড়ছিল। আমার বাবার কথা দাদির কথা যারা মারা গেছেন তাদের সবার কথা মনে হচ্ছিল।

এরপর আমার জীবনের এত কষ্ট করার টাকা দিয়ে যে জমিটা কিনেছিলাম সেটা এখন পর্যন্ত সমাধান হয়নি এটা নিয়েও বেশ দুশ্চিন্তা হচ্ছিল। এক কথায় বাসার মধ্যে কেমন যেন ধরফর করতেছিলাম। সারাদিন তেমন কিছু খাওয়া হয়ে উঠে নাই আজ। আসলে কখনো কখনো একাকীত্বটা বেশ এনজয় করি। আবার কখনো কখনো এতোটাই বোরিং লাগে যে, বুকের মধ্যেখানে কেমন যেন করতে থাকে। সেরকমটাই হয়েছিল আজ। দুশ্চিন্তে এমন ভাবে ঘিরে রেখেছিল যে আমি মনে হয় অসুস্থ হয়ে যাচ্ছিলাম। তারপর কিছুক্ষণ পর নিজেই নিজের সাথে কথা বললাম না এভাবে অসুস্থ হয়ে থাকলে তো বিপদ। আর তাই একটু বিনোদনের জন্য, ফেসবুক লাইভে এসেছিলাম। আর লাইফে এসে একটা কবিতা আবৃত্তি করলাম। আবার পরক্ষণে তা ডিলিট করেও দিলাম।

এরপর নিজের লেখা একটা কবিতা নিজেই ভিডিও করার চেষ্টা করলাম। জানিনা কেমন হলো তবু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। যেমনি হোক হয়েছে তো একটা কিছু। তো বন্ধুরা চলুন কবিতাটি শুনে আসা যাক।

কবিতার শিরোনাম -"ভালো মানুষ পাচ্ছিনা"
কলমে-সেলিনা সাথী
আবৃত্তি- সেলিনা সাথী

"আবৃত্তি'র ভিডিও"


🥀 কন্ঠ সেলিনা সাথী🥀

ভিডিও

কবিতা লিরিক্স

শুনবো কি আর বলব কি
মোটেই ভেবে পাচ্ছি না,
সবার কাছে সব পেয়েও
প্রাণ খুলে হাসছি না।

অমানুষের ভিড়ে আমি
ভালো মানুষ পাচ্ছি না
দু চোখ ভরা স্বপ্ন নিয়ে
ঘুমাতে যে যাচ্ছি না।

চারিদিকে এত পুরুষ
প্রেমিক পুরুষ পাচ্ছিনা,
প্রেম নিবেদন করে যারা
তাদের আমি চাচ্ছি না।

সব পেয়ে যে, সব হারানোর
দুঃখ ভুলতে পারছিনা
সফলতার শীর্ষে যেতে
আমিও হাল ছাড়ছি না।

ভালো মানুষ কোথায় আছে
আনবো খুঁজে তাকে,
খুঁজে পেতে ক্লান্ত এ পথ
হাতছানিতে ডাকে।

কুসংস্কারের বেড়াজালে
আটকে যে আর থাকছি না,
বিফলতার বিষন্নতা-
মেনে নিতে পারছি না।

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
৭ এপ্রিল ২০২৪
সময় দুপুর ১:৫৫
কবিতা কুটির নীলফামারী।
♥♥

বন্ধুরা আমার আজকের কবিতা আবৃত্তিটি, নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে।আর আপনাদের ভালোলাগাই আমার সার্থকতা ও পরম পাওয়া।বন্ধুরা আজকে বিদায় নেব তার আগে জানিয়ে দিচ্ছি, আগামীতে আবারো আরো সুন্দর সুন্দর আবৃত্তি নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি সেলিমের সাথী।♥♥

photo_2021-06-30_13-14-56.jpg

photo_2023-07-07_17-27-00.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ" এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: আবৃত্তির ভিডিও চিত্র

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......


Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

চমৎকার আপু এককথায় অসাধারণ । আবৃত্তি করার জন্য আপনার কন্ঠটা ইম্পপ্রেশন টা এককথায় পারফেক্ট। যদিও অনেক আগে থেকেই আপনার কবিতা শুনে আসছি। কবিতা টা ঠিকই আছে এতোকিছুর ভিড়েও ভালো মানুষ পাচ্ছি না। দারুণ আবৃত্তি করেছেন কবিতা টা আপু। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে আপু।

 last month 

আসলে এভাবে কোনদিন সামনে এসে ভিডিও চিত্র দেইনি। এই প্রথম আমার সরাসরি আবৃত্তি করা ভিডিও চিত্র আপনাদের সাথে শেয়ার করেছি। আপনার কাছে ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো।

 last month 

সৃষ্টিকর্তা আমাদের জীবনে যেমন বিপদ দেন তেমনি বিপদ থেকে রক্ষা পাওয়ার পথ খুঁজে দেন। আশা করছি আপনার সমস্যাটা খুব দ্রুতই সমাধান হয়ে যাবে আপু। যাইহোক আপু আপনার কন্ঠে দারুন একটি কবিতা আবৃতি শুনে অনেক ভালো লাগলো। সত্যিই দারুণ হয়েছে।

 last month 

এটা ঠিক সমস্যা জিনি দেন, তিনি উদ্ধার করে নেন। এটা আমি মনেপ্রাণে বিশ্বাস করি। তারপরেও কখনো কখনো খুব বেশি বিচলিত হয়ে পড়ি। যাইহোক আমার কবিতা আবৃত্তি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 last month 

অনেক অনেক ভালো লাগলো আপনার কন্ঠে আপনার লেখা কবিতা আবৃত্তি শুনে। এমনিতে আপনার কবিতাগুলো আমার অনেক প্রিয়। খুব সুন্দর সুন্দর বিষয় নিয়ে কবিতা লিখে থাকেন আপনি। অতি চমৎকার হয়েছে আপনার কবিতা আবৃত্তি।

 last month 

আমার কবিতা আবৃত্তির ভিডিও চিত্র আপনার কাছে ভালো লেগেছে জেনে, অনেক ভাল লাগল। এরকম উৎসবমূলক মন্তব্য করে, আমাকে অনুপ্রেরণা দেয়ার জন্য অসংখ্য
ধন্যবাদ।

 last month 

নিজের লেখা কবিতা নিজেই আবৃত্তি করার মতো আনন্দ আর কোথাও নেই। আপনি সব সময় আমাদের কে খুবই সুন্দর সুন্দর কবিতা উপহার দিয়ে থাকে। আপনার লেখা কবিতা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আজকে আপনি খুবই সুন্দর একটি কবিতা করেছেন। আপনি কবিতা লেখার পাশাপাশি বেশ দারুন কবিতা আবৃত্তি করতে পারেন।

 last month 

কবিতা পড়তে লিখতে ও আবৃত্তি করতে আমার কাছে খুব ভালো লাগে। আমার লেখা এবংকবিতা আবৃত্তি আপনার কাছে ভালো লেগেছে, জেনে অনেক খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67653.09
ETH 3789.60
USDT 1.00
SBD 3.50