স্বরচিত কবিতা "মশা'



আসসালামু আলাইকুম/আদাব



☆꧁:স্বরচিত কবিতা :꧂☆


❤️✍️❤️

IMG20240426171247~2.jpg

বন্ধুরা সুন্দর, সতেজ, স্নিগ্ধ লাল গোলাপের শুভেচ্ছার পাপড়ি ছড়িয়ে দিলাম সকলের হৃদয় আঙ্গিনায়। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালোই আছি। আর আপনারা সবাই সব সময় ভালো থাকবেন। এটাই প্রত্যাশা করি।

বন্ধুরা - আজ আমি আপনাদের জন্য একটি ফানি কবিতা নিয়ে হাজির হলাম। আশা করছি কবিতাটি আপনাদের ভালো লাগবে। বর্তমান সময়ে এই প্রচন্ড গরমের ভেতরে এমনিতেই অনেক গরম। যা প্রায় অসহনীয়। এই গরমের সাথে আরেকটি যন্ত্রণা যোগ হয়েছে গভীরভাবে।

আর তা হচ্ছে মশার যন্ত্রণা। মশার যন্ত্রণায় কোথাও ভালোভাবে একটু বসাও মুশকিল হয়ে গেছে। এই তীব্র গরমে যখন মশারি টাঙানো হয় তখন তো ফ্যানের বাতাস একদমই গায়ে লাগেনা। তার ওপর মশার যন্ত্রণায় মশারি খাটাতে হয়। কিন্তু মজার বিষয় হচ্ছে ওরা মশারির ভেতরেও কেমনে যেন প্রবেশ করে। আর রক্ত খেয়ে খেয়ে নিজের পেটটাকে লাল এবং ভারী করে ফেলে।
আবার সুযোগ পেলেই কানের কাছে এসে গান শোনাতে থাকে। এরকম পরিস্থিতির মুখোমুখি যারা হয়েছেন তারাই এই যন্ত্রণাটা ভালো করে উপভোগ করেছেন। আর তাই মশার উপর একপ্রকার বিরক্তি নিয়েই আজকের এই কবিতাটির রচনা। কবিতাটি একপ্রকার কমেডির মত। আমার বিশ্বাস কবিতাটি আপনাদের কেউ ভালো লাগবে। আর মশার এরকম যন্ত্রণার সম্মুখীন যারা হয়েছেন তারা অবশ্যই রেসপন্স করবেন। চলুন তাহলে এবার কবিতাটি পড়ে আসা যাক।

🌲স্বরচিত কবিতা "মশা' 🌲


🥀সেলিনা সাথী🥀


মশা, মশা, মশা দেখো
চারিদিকে মশা,
আরেকটিবার কামড় দিলে
বেহাল হবে দশা।
ভালো করে শুনে রাখ
লোভাতুর মশা।

রক্ত গুলো খেয়ে খেয়ে
পেটটা করিস লাল,
বুঝবি তখন ভালো করে
লাগবে যখন ঝাল।

ইচ্ছে মতো খেয়ে দেয়ে
পেটটা করিস ভারি,
রক্তচোষা মশারে তুই
তাইতো নিলাম আঁড়ি।

বাসে, ট্রেনে, ঘর-বাড়িতে
সবখানাতেই মশা,
মশার জন্য শান্তি মত
যায় না কোথাও বসা।

এই মশারাই ডেঙ্গু ছড়ায়
ছড়ায় ম্যালেরিয়া,
ফাইলেরিয়ার জীবাণু ও
যায় শরীরে দিয়া।

মশা থেকে তাইতো বলি
হও সাবধান
গান শুনিয়ে ঝালাপালা
করবে না হয় কান।

একটু সময় পাবি না তুই
ডাকার জন্য বাবা
হলুদ আলো জ্বালিয়ে দিয়ে
যখন দেব থাবা,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
২৩ শে এপ্রিল ২০২৪
সময় রাত ৮: ৩৬
কবিতা কুটির- নীলফামারী।

আশা করছি আমার এই কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আপনাদের ভালোলাগাই আমার পরম পাওয়া।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা সব সময়।

photo_2023-07-07_17-27-00.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ" এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: (কবিতা )

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

হা হা হা। আপু অবশেষে আপনি তো দেখছি মশা নিয়েও কবিতা লিখে শেয়ার করলেন। ওয়াও ক্রেয়েটিভিটি। আসলে মশা এমন একটি যন্ত্রণাদায়ক জিনিস যাকে নিয়ে এমন সুন্দর করে কবিতা লেখাই যায়। ধন্যবাদ আপু ছন্দে ছন্দে এমন সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 last month 

আপনাকে হাসাতে পেরেছি এটাই আমার সার্থকতা। এই গরমে একটু শীতল প্রশান্তি দেয়ার লক্ষ্য এই কবিতাটি লেখা। আর বর্ষা যে কতটা যন্ত্রণা দেয়, তা আমরা সবাই জানি।

 last month 

আপু বেশ দারুন একটি কবিতা লিখেছেন। আপনার স্বরচিত কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো এবং কিছুক্ষণ হাসলাম। আসলেই আপু আপনার কবিতাগুলো পড়ে আমি মুগ্ধ হয়ে যাই।
আপনি আসলেই প্রশংসার দাবিদার রাখেন খুব দারুণ কবিতা লিখেন আপু। অনেক ধন্যবাদ আপু দারুন একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last month 

আপু আমরা তো আসলে হাসতে ভুলেই গিয়েছি। তাই আমার কবিতা পড়ে যে আপনি হেসেছেন। এটা শুনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 last month 

এই মশারির মধ্যে ঘুমানো আমার কাছে একটা ঝামেলা মনে হয়। এইজন‍্য আমি খুব চেষ্টা করি মশারি ছাড়া ঘুমানোর এবং মশাগুলো অন‍্যভাবে দূর করে দেওয়ার।

মশার জন্য শান্তি মত
যায় না কোথাও বসা।

ঠিক বলেছেন আপু। মশার জন্য কোথাও বসাও যায় না। একেবারে একটা যন্ত্রণা হা হা। দারুণ ছিল আপনার কবিতা টা। একটু হাস‍্যকর কিন্তু চমৎকার লিখেছেন আপনি।

 last month 

যখন যেখানে যাই কিংবা বসি সেখানেই মশার অত্যাচার। আর তাই এই মশাকে নিয়ে একটি ছড়া লিখে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম।কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 last month 

মশার বিরক্তিকে মাঝে মাঝে বেশ মেজাজ খারাপ হয় আপু। মশা নিয়ে দারুন একটি কবিতা লিখেছেন। আপনার লেখা এই কবিতাটি আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে। মশা কবিতাটি পড়ে খুবই মজা পেলাম। আপনার ক্রিয়েটিভিটির প্রশংসা করতে হয় আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

আপু /ভাবি -আমি নিজেকে ধন্য মনে করছি। যে আমার কবিতা পড়ে আপনি অনেক বেশি মজা পেয়েছেন। এটাই আমার সার্থকতা। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 68436.55
ETH 3750.49
USDT 1.00
SBD 3.66