এবং সেই আমগুলো অনেকের মধ্যে ভাগ করে দেয়া হয়।কাঁচা আম মাখিয়ে খাওয়া হয় এবং পরবর্তীতে সেই আমগুলো দিয়ে নানা ধরনের আচার তৈরি করা হয়।সত্যি সবার মুখে শুনেছিলাম সেই সময়টা অন্য রকম আনন্দ মুখর পরিবেশ ছিল।এবং আমগুলো বাসায় নিয়ে আসার পর আমরা বেশি ইনজয় করেছিলাম।আর এটাও বলেছিলাম কারো বাগান থেকে না বলে এভাবে ফল চুরি করা ঠিক না♥♥
তবে আম গুলো অনেক মজাদার ছিল এবং দিনগুলো অনেক স্মৃতি বহন করে.