You are viewing a single comment's thread from:

RE: স্বরচিত কবিতা - ভালোবাসার অভিমান

আসসালামু আলাইকুম, আপু আশা করি আপনি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রেম হচ্ছে দিল্লিকা লাড্ডুর মতো। পৃথিবীতে এমনও মানুষ আছে যারা প্রেম করে ও পস্তায়। আর যারা প্রেম করে নাই, তারা প্রেম করতে না পারার বেদনায় পস্তায়। প্রেমে সফলতা পেলে সে হিরো। আর যদি সে প্রেমে ব্যর্থ হন তাহলে তার হাতে থাকবে সব সময় পানির বোতল। (বোতল- বিষয়টা বুঝে নিয়েন) এছাড়া ব্যার্থ প্রেম কখনো বা পানির দিকে টানে। আবার কখনো আগুনের দিকে টানে। বাংলা একটা গান রয়েছে। সবারই জীবনে প্রেম আসে। কেউ বা পাই কেউবা হারায়। মানবজাতির মন আবেগি মন। তাই সবাই চায় তার প্রিয় মানুষকে ভালবাসতে। ভালোবাসা দেখেশুনে হয় না। হঠাৎ আপনা আপনি হয়ে যায়। তবে ভালোবাসা যদি ভুল জায়গায় হয়ে যায়। তবে তার জীবনে নেমে আসে চরম অন্ধকার। এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপু আপনাকে অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile