আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার পরিচয় পর্ব ।

in আমার বাংলা ব্লগlast month (edited)

সবাইকে শুভেচ্ছা, আমি আল শাহরিয়ার রানা (ইউজার নাম shahariar1)। আমি বাংলাদেশ থেকে
আমার পরিচয়

1714497048873.jpg

আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আমার সংক্ষিপ্ত পরিচয় পত্র আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। পোস্টটি করার উদ্দেশ্য হলো , আমার বাংলা ব্লগ কমিউনিটিতে গেস্ট ব্লগার হিসেবে কাজ করা। নিজের বিস্তারিত কিছু তথ্য নিচে আপনাদের সাথে শেয়ার করছি ।

1714228685909.jpg

আমি শাহরিয়ার। আমি আমার মা, এবং স্ত্রী সহ বাংলাদেশের মেহেরপুর জেলার ছোট্ট একটি গ্রাম কুমারডাঙ্গায় বসবাস করি। বর্তমানে আমি একজন ছাত্র। আমি একজন বি এস এস এর স্টুডেন্ট। পাশাপাশি ফ্রিল্যান্সিং পেশায় যুক্ত আছি।

২০১৬ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। ২০১৮ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমি বাংলাদেশের সকল আইন মেনে এদেশে বসবাস করছি। আমি একজন বাংলাদেশের নাগরিক।

আমার একান্ত ভালোলাগা থেকেই দীর্ঘ ৩ বছর আগে আমি এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম। নিজের ভালোলাগা থেকেই এখানে দীর্ঘ তিন বছর যাবত কাজ করে আসছি।
বর্তমানে আমি Steem Of Animals কমিউনিটির মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছি এস্টিমেট প্ল্যাটফর্মে।

আমি এই প্লাটফর্মের সকল নিয়মকানুন মেনে কাজ করছি দীর্ঘ তিন বছর যাবৎ। প্লাটফর্মের ব্যবহারকারীদের ব্যবহার আমাকে বরাবরই এখানে কাজ করার জন্য অনুপ্রেরিত করে। প্রত্যেকের অসাধারণ ব্যবহার এবং কাজের প্রতি নিজ নিজ দায়িত্ব এই প্ল্যাটফর্মকে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া থেকে আলাদা করে তুলেছে। আচ্ছা আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে।

IMG_20240327_233822.jpg

আমার ভালোলাগা

আমি একজন ছোট লেখক। গান, গল্প, কবিতা সময় অসময়ে লিখতে আমি পছন্দ করি। এছাড়াও খেলাধুলার মধ্যে আমি সবচাইতে বেশি পছন্দ করি ক্রিকেট খেলতে। আমার সখ গুলোর মধ্যে অন্যতম হচ্ছে ফটোগ্রাফি।

IMG_20230126_191758.jpg

center> প্ল্যাটফর্মেটিতে যেভাবে আমি প্রবেশ করেছি

দীর্ঘ তিন বছর আগে আমার বন্ধু @mostofajaman এর কাছ থেকে আমি এই প্লাটফর্মের সন্ধান পেয়েছিলাম। খুঁটিনাটি বিষয় আমি তার কাছ থেকে শিখেছি। তারপর এই প্লাটফর্মের শৃঙ্খলা এবং ব্যবহারকারীদের সদ্ব্যবহার দেখে আমি এই প্লাটফর্মে স্থায়ীভাবে কাজ করা শুরু করি।

আমার সংক্ষিপ্ত পরিচয় পর্ব পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 last month 

আপনি স্টিমিট প্লাটফর্মের একটি কমিউনিটির মডারেটর জেনে ভালো লাগলো। আপনি আপনার পরিচিতি মূলক পোস্ট খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছেন। আপনার পরিচিতি মূলক পোস্ট পড়ে আমার কাছে বেশ ভালোই লাগলো। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

 last month 

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমার পরিচয় মূলক পোস্টটি পড়ার জন্য। আমি অনেক খুশি হয়েছি যে আমার পোস্টটি পড়ে আপনি সুন্দর একটি মন্তব্য করেছেন।

আমার বাংলা ব্লগে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনার পরিচিত মূলক পোস্ট দেখে খুব ভালো লেগেছে ভাইয়া। আমার বাংলা ব্লগের সকল নিয়মকানুন মেনেই এগিয়ে চলুন খুব সহজে ভেরিফাইড হয়ে যাবেন সঙ্গে থাকুন ধন্যবাদ।

Loading...

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 71138.51
ETH 3842.89
USDT 1.00
SBD 3.48