You are viewing a single comment's thread from:

RE: এবিবি ফান প্রশ্ন- ৬৬১ || মাঝে মাঝে তারকাখ্যাতি ফুরিয়ে যায় কেনো?

in আমার বাংলা ব্লগ2 months ago

তারকাখ্যাতি মাঝে মাঝে ফুরিয়ে যায় কারণ সময়ের সঙ্গে মানুষের রুচি, পছন্দ ও বিনোদনের ধরণ বদলে যায়। নতুন প্রতিভা পুরনো তারকাদের স্থান দখল করে, আর জনপ্রিয়তা ধরে রাখতে হলে নিজেকে নিয়মিত নতুনভাবে উপস্থাপন করতে হয়।
যে তা পারে না, সে ধীরে ধীরে আলো থেকে আড়ালে চলে যায়।