You are viewing a single comment's thread from:

RE: সবুজ প্রকৃতির সজীব ফটোগ্রাফি || Original Photography by @hafizullah

in আমার বাংলা ব্লগlast month

এসি তো আর সবার কেনার সাধ্য নেই ভাইয়া তাই আমাদের তো গরমে অবস্থা কাহিল।আর একটা কথা, হুচুকে বাঙালি,কথাটা কিন্তু এমনি এমনি হয়নি ভাইয়া।বাঙালির কজ কর্মেই এটা তৈরি হয়েছে বাঙালি নামের পাশে।আপনি যেভাবে আপনার পোস্ট এর মাধ্যমে তুলে ধরেছেন এইভাবে একটা স্ট্যাটাস ও দেখিনি এফবি তে।সব শুধু কিভাবে হিটস্ট্রোক থেকে বাঁচা যায় সেটাই ভাবছে আর প্রচারণা চালাচ্ছে।আপনি ঠিকই বলেছেন আমাদের অবশ্যই উচিৎ বসতবাড়ির আঙিনায় দুটি করে হলেও গাছ রোপণ করা।যাতে আমরা না হলেও আমাদের সন্তানরা এই সমস্যা থেকে বাঁচতে পারে।প্রার্থনা এটাই করি যেনো আমাদের বিবেক,মানুষিকতার পরিবর্তন সাধিত হয়।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.031
BTC 71238.01
ETH 3865.22
USDT 1.00
SBD 3.51