You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৮৮

in আমার বাংলা ব্লগ2 years ago

হাস্যোজ্জ্বল এ হৃদয় মন,
ধীরে ধীরে হয়ে যাচ্ছে মলিন।
দুঃখ,কষ্ট,দুর্দশার তীর বিঁধছে এ হৃদয়ে,
খন্ডিত বিখন্ডিত হয়ে যাচ্ছে মন সেই তীরের আঘাতে।
তুমি আমার জীবন মরণ তুমি আমার সব
তোমায় পেলে ফুটবে জীবনে উজ্জ্বল ভবিষ্যৎ।