You are viewing a single comment's thread from:

RE: মোবাইলের ব্যাটারি বদলাতেই হলো

in আমার বাংলা ব্লগlast year (edited)

আমরা যারা সম্পূর্ণরূপে মোবাইলের উপর নির্ভরশীল অনলাইনে একটিভ থাকার জন্য, তাদের কাছে ফোনের চার্জ এর বিষয়টা সবথেকে বড় ইম্পর্টেন্ট। আর যে ফোনে দেড় ঘন্টা লাগে চার্জ হতে আবার চার ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায় এটা তো কঠিন রকমের বিড়ম্বনা। আমিও এটাই মনে করছি এত ঝামেলা থেকে নিস্তার পাওয়ার একমাত্র উপায় ব্যাটারি চেঞ্জ করে ফেলা। সেটাই করেছেন আপনিও। যাই হোক দাদা এখন দেখার বিষয় ফোনের চার্জ কত সময় লাস্টিং করে। আর এল জি এর পণ্যগুলো সচরাচর ভালই হয় এটা আমিও জানি। ব্যাটারি যেহেতু চেঞ্জ করেছেন আশা করি ভালো বেকাপই পাবেন।