You are viewing a single comment's thread from:

RE: হ জ ব র ল জীবনের গল্প || আসন্ন শীতকাল

in আমার বাংলা ব্লগlast year

পিঠাপুলির উৎসব তথা যেটাকে নওরোজ বলি গ্রামীণ ভাষায় আমরা,চমৎকার এটি। কাঁথা কম্বল গায়ে দিয়ে ঘুমানো সেটা তো,এক কথায় অমৃত স্বাদ যেন। শীতকাল নিয়ে আমার প্ল্যান হচ্ছে বরাবরই যেটা করি, যদি সম্ভব হয় হতদরিদ্রদের সাহায্য করবো, আর নিজেই আমি শীতকে উপভোগ করার চেষ্টা করব। যাই হোক শীতকাল নিয়ে আপনার সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া ।