স্বপ্ন ছাড়া মানুষ নতুন করে জীবনকে নিয়ে বাঁচতে পারবে না এটা সঠিক কথা। কেননা স্বপ্নহীন মানুষের জীবনে কখনো উন্নতি সাধিত হবে না। স্বপ্ন এবং আশা দুটো জিনিসেরই সুন্দর ব্যাখ্যা দিয়েছেন ভাইয়া। দুটো জিনিসই আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। যাই হোক আমিও অপেক্ষা করতেছি এবার শীতের। কেননা শীতকাল আপনার মতই আমারও ভীষণ পছন্দ। আর যাই হোক এবার আমিও বাংলা ব্লগের সাথে দ্বিতীয়বারের মতো শীত উদযাপন করব, ধন্যবাদ।