You are viewing a single comment's thread from:

RE: আমাদের সমাজটা আজ কোথায়।

in আমার বাংলা ব্লগlast year

বলার মত কোন ভাষা নেই ভাইয়া এই সাদ ছেলেটার কাণ্ডকর্ম দেখে। কি এক আজব সমাজে এসে পৌঁছেছি আমরা, সন্তানের কাছে মা আজ অনিরাপদ। এক হৃদয়বিদারক ঘটনা। এরকম অমানুষিক কুলাঙ্গার এবং চরিত্রহীন সন্তানগুলো কখনোই স্রষ্টার কাছে ভালো কিছু পাবে না। তাদের জীবন ধুলিস্যাৎ হয়ে যাবে। আমি গভীরভাবে প্রার্থনা করছি এরকম ঘটনা যেন আর কখনো আমাদের ধরায় না ঘটে। সমসাময়িক একটি বিষয়কে তুলে ধরার জন্য ধন্যবাদ ভাইয়া।