You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৫২

in আমার বাংলা ব্লগlast month

রেখেছি তোমায় হৃদয়ের শীর্ষ চূড়ায়;
তবুও অস্থিরতা ছাড়াও এ মন মোহনায়!
রেখেছি যতনে আমার সব সোনালী চেতনায়,
উৎফুল্ল ছাড়াও আমাতে দিবা-রাত্রতায়।
অবিরত কল্পনায় ভাসি আমি তোমায় নিয়ে,
কোন উজ্জ্বল ঊষাতে আসবে তুমি সুখ স্নিগ্ধতা নিয়ে।