বাচ্চার মা রাই কেবলমাত্র বাচ্চাদের সমস্ত কিছু সহজভাবে বুঝতে পারে।এই কথাটা মজার ছলে বলেছেন কিন্তু এটাই কিন্তু চরম বাস্তব কথা। আসলেই বাচ্চাদের ব্যাপার-স্যাপার বোঝাই মুশকিল। যেমন আপনার ছোট বোন পশুপাখি যেন তার ডাকে সাড়া দেয় এটা সে চাইছিল কিন্তু তা মানুষের পক্ষে সম্ভব না কারণ এটা একান্তই পশু পাখির মর্জি। যাইহোক অবশেষে আপনার ছোট বোন নুয়াইরা সব ভুলে পুনরায় পশুপাখি দেখতে মনোনিবেশ করেছিলেন, নয়তো আপনার তো অবস্থা খারাপ হয়ে যেত। আসলেই এই বাচ্চাদের বিষয়গুলো মা ছাড়া অন্য কারো পক্ষে সহজে বোঝা কঠিন।